রায়গঞ্জ, 12 এপ্রিল : "বুথে বিরোধী পোলিং এজেন্ট বসলেই দিতে হবে 50 লাখ টাকা জরিমানা ৷ তা নাহলে মারব এখানে লাশ পড়বে কাঁঠালবাড়িতে ৷" প্রকাশ্য সভায় এমনই বিতর্কিত মন্তব্য চোপড়ার তৃণমূল এক নেতার । ইতিমধ্যেই ওই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।
রবিবার রাত থেকে চোপড়ার তৃণমূল নেতা মহম্মদ গফুরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । ওই ব্যক্তি আবার 159 নম্বর মের্ধাবস্তি গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, চোপড়া গ্রাম পঞ্চায়েতের নৈশকালীন কর্মিসভায় মহম্মদ গফুর বলছেন, মের্ধাবস্তি বুথে যদি কোনও বিরোধী দলের পোলিং এজেন্ট বসে বা 50টির উপরে ভোট পড়ে তাহলে ওই নির্বাচনের পর 50 লাখ টাকা জরিমানা দিতে হবে । তা নাহলে তাদের মেরে কাঁঠালবাড়িতে ফেলে দেওয়া হবে ।