রায়গঞ্জ, 23 মার্চ : ভোটের হাওয়ায় গরম রায়গঞ্জ । একই সঙ্গে আবহাওয়ার পারদও উর্দ্ধমুখী । সেই গরমেও বেরাতে হচ্ছে প্রচারে । কীভাবে শরীর সুস্থ রাখছেন শাসক থেকে বিরোধী পক্ষ । কীভাবেই বা প্রচার চালাচ্ছেন তাঁরা ।
উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা করণদিঘী বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পাল । সকালে ঘুম থেকে উঠে লেবুজল খেয়ে বাড়ির বাইরে অপেক্ষমান সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা করা দিয়ে দিন শুরু করেন । দলীয় কর্মী ও সাধারন মানুষের সঙ্গে কথা বলার ফাঁকে দুটো বিস্কুট দিয়ে লাল চায়ে চুমুক দেন । তারপর বেলা দশটায় স্নান সেরে পুজো করে খেতে বসেন । স্ত্রী পম্পা পাল উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মধ্যক্ষ হলেও পারিবারিক ও রাজনৈতিক কাজে সর্বদা স্বামী গৌতম পালের পাশে রয়েছেন । নিজেদের জমির ধানের মোটা চালের ভাত, শাক, চালকুমড়োর তরকারি, আর সজনে দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেয়ে প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী । দিনভর গ্রাম থেকে গ্রামান্তরে চলে প্রচার । কখনও সাইকেলে, তো কখনও গাড়িতে আবার কখনও পায়ে হেঁটে চলে প্রচার । প্রচারের ফাঁকে বিস্কুট আর জল । বিকেলে কর্মী সমর্থদের মাঝে বসে শসা মুড়ি খেয়ে আবার প্রচার । রাত 12 টায় বাড়ি ফেরা ।