রায়গঞ্জ, 3 এপ্রিল : রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের এক মন্তব্যে শুক্রবার রাত থেকে তুমুল জল্পনা শুরু হয়েছে । তিনি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, জয়লাভ করলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রায়গঞ্জবাসীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন । যেভাবে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন । বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করেই প্রচার শুরু করেছে ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুক্রবার উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রায়গঞ্জের তৃণমুল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । তাঁকে প্রশ্ন করা হয়, 2016 সালে কংগ্রসের টিকিটে জিতে উন্নয়নের স্বার্থে তৃণমুল কংগ্রসে চলে যান । এবারের নির্বাচনে রায়গঞ্জে তাঁর জয় হলেও রাজ্য সরকার যদি অন্য দলের হয়, সেক্ষেত্রে আপনি উন্নয়নের জন্য কী করবেন? উত্তরে কানাইয়ালাল জানিয়েছিলেন, "এইরকম পরিস্থিতি যদি আসে তবে সেক্ষেত্রে ইসলামপুরের বাসিন্দাদের কথা শুনে যেমন দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলাম, ঠিক সেইভাবেই রায়গঞ্জের মানুষের কথা শুনে পরবর্তী সিদ্ধান্ত নেব । যাঁরা আমাকে ভোট দিয়ে জেতাবেন, তাঁদের সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব । তবে এই পরিস্থিতি তৈরি হবে না বলেই আমার বিশ্বাস ।"
কানাইয়ালালবাবুর এই কথাতে ইতিমধ্যেই রায়গঞ্জের রাজনৈতিক মহলে ঝড় উঠেছে । বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, "এই নির্বাচনে তৃণমুল কংগ্রেস যে ক্ষমতায় ফিরবে না, জেলা সভাপতির এই উক্তি থেকেই তা পরিষ্কার । তিনি জিতে গেলে দলবদলের রাস্তা খোলা রাখার চেষ্টা করছেন । কিন্তু মানুষ তাঁকে সেই সুযোগ দেবে না ।"