পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিতলেও অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত, কানাইয়ালালের মন্তব্যে রায়গঞ্জে জল্পনা তুঙ্গে - west bengal election 2021

তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল জিতলেও 2016-এর মতোই দলবদল করতে পারেন ৷ তাঁর নিজের করা এমনই মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে রায়গঞ্জে ৷ বিরোধীদের এখন প্রচারের হাতিয়ার তাঁর এই মন্তব্য ৷

bengal election 2021
তৃণমূল প্রার্থী কানাইয়ালালের দলবদলের সম্ভাবনা

By

Published : Apr 3, 2021, 4:59 PM IST

রায়গঞ্জ, 3 এপ্রিল : রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের এক মন্তব্যে শুক্রবার রাত থেকে তুমুল জল্পনা শুরু হয়েছে । তিনি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, জয়লাভ করলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রায়গঞ্জবাসীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন । যেভাবে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন । বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করেই প্রচার শুরু করেছে ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুক্রবার উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রায়গঞ্জের তৃণমুল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । তাঁকে প্রশ্ন করা হয়, 2016 সালে কংগ্রসের টিকিটে জিতে উন্নয়নের স্বার্থে তৃণমুল কংগ্রসে চলে যান । এবারের নির্বাচনে রায়গঞ্জে তাঁর জয় হলেও রাজ্য সরকার যদি অন্য দলের হয়, সেক্ষেত্রে আপনি উন্নয়নের জন্য কী করবেন? উত্তরে কানাইয়ালাল জানিয়েছিলেন, "এইরকম পরিস্থিতি যদি আসে তবে সেক্ষেত্রে ইসলামপুরের বাসিন্দাদের কথা শুনে যেমন দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলাম, ঠিক সেইভাবেই রায়গঞ্জের মানুষের কথা শুনে পরবর্তী সিদ্ধান্ত নেব । যাঁরা আমাকে ভোট দিয়ে জেতাবেন, তাঁদের সঙ্গে আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব । তবে এই পরিস্থিতি তৈরি হবে না বলেই আমার বিশ্বাস ।"

কানাইয়ালালবাবুর এই কথাতে ইতিমধ্যেই রায়গঞ্জের রাজনৈতিক মহলে ঝড় উঠেছে । বিজেপির প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, "এই নির্বাচনে তৃণমুল কংগ্রেস যে ক্ষমতায় ফিরবে না, জেলা সভাপতির এই উক্তি থেকেই তা পরিষ্কার । তিনি জিতে গেলে দলবদলের রাস্তা খোলা রাখার চেষ্টা করছেন । কিন্তু মানুষ তাঁকে সেই সুযোগ দেবে না ।"

রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, "কানাইয়ালাল আগরওয়াল সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন । 2016 সালে ইসলামপুর থেকে কংগ্রেসের টিকিটে জিতে নিজের পদ, ক্ষমতা ও অর্থের লোভে তিনি তৃণমূলে গিয়েছিলেন । ইসলামপুরের সাধারণ মানুষের মতামতকে তিনি নূন্যতম সম্মান দেখাননি । এবারও ওই একই প্ল্যান করেছেন । এলাকার উন্নয়ন সম্পূর্ণ ভাঁওতা । নিজের আর্থিক উন্নতির জন্যই এই পরিকল্পনা । তবে সেই আশা তার পূরণ হবে না । মানুষ এই কেন্দ্রে এই ধরনের কাটমানিখোর, পরিযায়ীকে প্রত্যাখ্যান করবেন ।"

তৃণমূল প্রার্থী কানাইয়ালালের দলবদলের সম্ভাবনা ? জল্পনা রায়গঞ্জে

আরও পড়ুন : রায়গঞ্জে শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে বহিষ্কার তৃণমূলের

বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এই বক্তব্যকে হাতিয়ার করে প্রচার শুরু করতেই ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা তৃণমূল নেতৃত্ব । কানাইয়ালাল আগরওয়ালা যে কোনও পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসেই থাকবেন জানিয়ে একটি ভিডিয়ো দলের পক্ষ থেকে প্রকাশ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details