উত্তর দিনাজপুর, 1 এপ্রিল : সাতসকালেই রায়গঞ্জ শহরে প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। সিপিআইএম এবং কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে প্রচার সারলেন রায়গঞ্জের বাজারগুলিতে। আজ সকাল আটটা নাগাদ বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে তিনি পৌঁছে যান রায়গঞ্জ স্টেশন বাজারে। সেখানে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলেন মোহিত সেনগুপ্ত ৷ কুশল বিনিময় করার সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার আবেদনও করেন রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক ৷
রায়গঞ্জের বাজারে প্রচারে সংযুক্ত মোর্চার প্রার্থী মোহিত সেনগুপ্ত - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
রায়গঞ্জে প্রচারে নামলেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মোহিত সেনগুপ্ত ৷ আজ সকালে রায়গঞ্জ শহরের সব বাজারগুলিতে প্রচার সারলেন তিনি ৷
আরও পড়ুন : রায়গঞ্জে শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে বহিষ্কার তৃণমূলের
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পরপর দু’বার বিধায়ক হওয়ার পর তৃতীয়বারের জন্য কংগ্রেসের টিকিটে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত । বুধবার তিনি মনোনয়ন জমা দেওয়ার পর, আজ সাতসকালে রায়গঞ্জ শহরে জোরকদমে প্রচার শুরু করলেন তিনি ৷ এদিন রায়গঞ্জের বাজার এলাকাগুলিতে প্রচারে নামেন তিনি ৷ মোহিত সেনগুপ্ত জানান, প্রার্থীপদে নাম ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চলছে। সকালের দিকে বাজারগুলিতে প্রচার করে, দুপুর থেকে বিকেল পর্যন্ত ওয়ার্ডগুলিতে ঘুরছি ৷ সন্ধ্যায় গ্রামগঞ্জের বুথে বুথে ঘুরে প্রচার করছেন তিনি। তাঁর কথায়, ‘‘বুধবার সংযুক্ত মোর্চার জোট প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় রায়গঞ্জ শহরের মানুষ এক ঐতিহাসিক মিছিল দেখেছেন। রায়গঞ্জের মানুষ যে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছেন, তাতে এই কেন্দ্রে আমার জয় একশো শতাংশ নিশ্চিত ৷’’