পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট গণনার আগে কালীমন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের

গণনার আগেরদিন হেমতাবাদ থানার কালীমন্দিরে পুজো দিলেন করণদিঘি ও হেমতাবাদ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল এবং সত্যজিৎ বর্মন ৷

bengal election 2021 Prayers at the Kali Temple by trinmool candidates of karandighi and hemtabad assembly
ভোট গণনার আগে কালী মন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের

By

Published : May 1, 2021, 8:23 PM IST

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 1 মে : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা । রাত পেরোলেই ভোট গণনা শুরু হবে। কে জিতবে কে হারবে ? সেটাই এখন দেখার । তার আগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হেমতাবাদ থানার কালীমন্দিরে পুজো দিলেন করণদিঘি ও হেমতাবাদ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ও সত্যজিৎ বর্মন ৷

পুজো দিয়ে গৌতম পাল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার প্রতিটি আসনে যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জেতেন এবং উন্নয়নের ধারা বজায় রাখতে পারে সেই প্রার্থনা করেছেন তিনি ৷ পাশাপাশি জেতার পর করণদিঘি ও হেমতাবাদে পড়ে থাকা উন্নয়নের কাজ যাতে সম্পন্ন করতে পারেন মা কালীর কাছে সেই প্রার্থনা করেছেন তিনি ৷

ভোট গণনার আগে কালী মন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে মোট 393 রাউন্ডের গণনা

শনিবার দুপুরে হেমতাবাদ থানা কালী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নওদার পীরের মাজারে যান গৌতম পাল এবং সত্যজিৎ বর্মন ।

ABOUT THE AUTHOR

...view details