পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক রায়গঞ্জে - নদীতে সেতুর দাবিতে ভোট বয়কট রায়গঞ্জে

22 এপ্রিল জেলা উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভায় ভোট ৷ ভোট রয়েছে রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটেও ৷ সেই ভোট বয়কটেই অনড় খলসিঘাটের কয়েক হাজার বাসিন্দা ।

Poll boycott in Raiganj voters demanding bridge over river
Poll boycott in Raiganj voters demanding bridge over river

By

Published : Apr 20, 2021, 3:59 PM IST

রায়গঞ্জ, 20 এপ্রিল : ভোটের ঠিক দু’দিন আগে "বাঁধছি জোট, দেব না ভোট, নো ব্রিজ নো ভোট" স্লোগান গ্রামবাসীদের মুখে ৷ ভোট বয়কটের ডাক দিলেন রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটের মানুষ ৷

এদিন কুলিক নদীর উপরের অস্থায়ী বাঁশের সেতুর উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । একধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়ে, আন্দোলন করেও নদীর উপরে সেতু নির্মাণ হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক ৷ বলছেন গ্রামবাসীরা ৷ তাদের গলায় ঝুলছে পোস্টার, "আমিও ভোট দিচ্ছি না, আমার পরিবারও ভোট দেবে না "।

বাঁশের সেতুতে দাঁড়িয়ে পাকা ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর ৷

আরও পড়ুন : রায়গঞ্জে কুলিক নদীবাঁধ সংস্কারের দাবি তুলে বিক্ষোভ গ্রামবাসীর

22 এপ্রিল জেলা উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভায় ভোট ৷ ভোট রয়েছে রায়গঞ্জ ব্লকের 5 নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটেও ৷ সেই ভোট বয়কটেই অনড় খলসিঘাটের কয়েক হাজার বাসিন্দা । গ্রামবাসীরা জানাচ্ছেন, নদীর উপরে সেতু হলে ত্রিশ কিলোমিটার রাস্তা কমে হবে আট কিলোমিটার ৷ উপকৃত হবেন খলসিঘাটের মতোই প্রায় শ-তিনেক গ্রামের লক্ষাধিক মানুষ ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, নদীর উপর সেতু তৈরি নিয়ে রাজনীতি হয় ৷ কিন্তু তাঁদের দুর্ভোগ শেষ হয় না ।

ABOUT THE AUTHOR

...view details