রায়গঞ্জ, 21 এপ্রিল : গোটা শরীর জুড়ে প্রতিবন্ধকতার চিহ্ন ৷ তাও উৎসাহে এতটুকু খামতি নেই ৷ হাসিমুখে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন ভোট কর্মী শামীম আখতার । বুধবার ইসলামপুর কলেজের ডিসিআরসি থেকে ভোটের সরঞ্জাম নিয়ে রওনা হওয়ার মুহূর্তে তাকে শুভেচ্ছা জানান ইসলামপুরের মহকুমা শাসক তথা মহাকুমা নির্বাচন আধিকারিক সপ্তর্ষি নাগ ।
ভোট কেন্দ্রে যাওয়ার আগে শামিম আখতার বললেন, "আমি প্রতিবন্ধী হলেও মনের জোর হারাইনি ৷ আমি সকলের সঙ্গে মিলেমিশে ভোট কেন্দ্রে কাজ করতে চাই ৷ যে কোনও মানুষেরই উচিত মনের জোরে নিজের প্রতিবন্ধকতাকে হারিয়ে সকলের সঙ্গে কাজ করা ৷"
নির্বাচন আধিকারিক সপ্তর্ষি নাগ জানালেন, " শামিম আখতার শুধু মাত্র একজন ভোট কর্মী না উনি সকলের কাছে অনুপ্রেরণা ৷ তাকে দেখেই সকলে ভোট নিতে যাবার বিষয়ে যেন উৎসাহিত হন । তিনি মহাকুমার গর্ব । বিশেষ চাহিদা সম্পন্ন মানুষটি একজন সরকারী কর্মী । এর আগেও তাঁর প্রতিবন্ধকতাকে দেখতে পেয়ে অনেক ভোট কর্মী তাকে সঙ্গে নিতে নারাজ হওয়ায় সমস্যা তৈরি হয়েছিল বটে । কিন্তু এবার তেমন কিছু দেখা যায়নি ।"
এদিন চোপড়া বিধানসভার সোনাপুরে অন্যান্য কর্মী এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে শামিম চললেন ভোটগ্রহণ কেন্দ্রে । শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকলেও মানসিকভাবে যে তিনি কতটা দৃঢ় তা পরিষ্কার । সম্প্রতি গাড়ি চালাবার ড্রাইভিং লাইসেন্স বের করে তিনি দিব্যি গাড়ি চালাচ্ছেন । বুঝিয়ে দিচ্ছেন প্রতি মুহূর্তে মানসিক শক্তির জোর কতটা বেশি থাকলে সব কাজ এভাবেই হাসিমুখে করা যায় । শারীরিক প্রতিবন্ধকতা সেখানে কোনও ফ্যাক্টরই নয় ৷
আরও পড়ুন :নির্বাচনের আগে পুরসভার উদ্যোগে বুথ স্যানিটাইজ করা হল রায়গঞ্জে