পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটে জিতে কী কাজ করবেন, ইস্তাহার প্রকাশ কানাইয়ালাল আগরওয়ালের - west bengal assembly election

আজকে প্রকাশ করা ওই ইস্তাহারে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পানীয় জল সরবরাহের উপর ৷ ক্ষমতায় এসেই বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে ওই ইস্তাহারে উল্লেখ করেছেন কানাইয়ালাল আগরওয়াল। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি, শিক্ষা ব্য়বস্থার উন্নতি সহ একাধিক বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি ৷

Raiganj
ইস্তাহার প্রকাশ

By

Published : Apr 16, 2021, 8:00 PM IST

রায়গঞ্জ, 16 এপ্রিল : বিধায়ক নির্বাচিত হলে কী কী করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল? ইস্তাহার প্রকাশ করে জানালেন তিনি ৷ রায়গঞ্জবাসীর জন্য় একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি ৷ আজ প্রকাশ করা ওই ইস্তাহারে প্রায় 11 টি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ৷

আজকে প্রকাশ করা ওই ইস্তাহারে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পানীয় জল সরবরাহের উপর ৷ ক্ষমতায় এসেই বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে ওই ইস্তাহারে উল্লেখ করেছেন কানাইয়ালাল আগরওয়াল। পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নতি, শিক্ষা ব্য়বস্থার উন্নতি সহ একাধিক বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি ৷

প্রকাশ করা ওই ইস্তাহার

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির

কানাইয়ালাল আগরওয়ালের দেওয়া 11টি প্রতিশ্রুতি হল, 1. রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়া। 2. রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া। 3. রায়গঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা। 4. রায়গঞ্জে মহিলা কলেজ স্থাপন করা। 5. রেললাইনের উপর ওভার ব্রিজ তৈরি করা। 6. হকার্স মার্কেট তৈরি করা । 7. রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। 8. রায়গঞ্জের বিধায়কের স্থায়ী অফিস নির্মাণ করা। 9. বাহিন– গৌরী সংযোগকারী কুলিক নদীর ওপর ব্রিজ নির্মাণ। 10. রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত বাংলা– বিহার রাস্তা নির্মাণ। 11. তপশিলি উপজাতির জন্য স্বনির্ভর প্রকল্প।

ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান

এদিকে তৃণমূল কংগ্রেসের তরফে দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ইতিমধ্য়ে একটি ইস্তাহার প্রকাশ করেছেন ৷ কিন্তু তারপরেও কেন ফের ইস্তাহার প্রকাশ করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী সে বিষয়ে জানতে চাওয়া হলে কানাইয়ালাল আগরওয়াল বলেন, নির্বাচনে জিতে তিনি কী কী কাজ করবেন তা সাধারণ মানুষের কাছে জানানোর জন্য়ই ইস্তাহার প্রকাশ করা হয়েছে ৷ তাঁর কথায়, বিরোধীরা যতই তাঁকে বহিরাগত বলুক না কেন তিনি রায়গঞ্জের মানুষ হিসেবে ইস্তাহারে দেওয়া কাজগুলি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details