রায়গঞ্জ, 19 এপ্রিল : "ভিক্ষে নয়, ঋণ চাইছি, তৃণমূলকে ভোট দিন ৷" নির্বাচনী জনসভায় এভাবেই ভোট প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ।
বৃহস্পতিবার 22 এপ্রিল ষষ্ঠ দফায় ভোট উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রে ৷ এদিন ওই কেন্দ্রগুলির তৃণমূল প্রার্থীদের সমর্থনে তিনটি নির্বাচনী জনসভা করেন মমতা বন্দোপাধ্যায় । প্রথম সভাটি ছিল চাকুলিয়া বিধানসভা এলাকায় । এরপর বেলা সাড়ে 12টা নাগাদ হেমতাবাদ থানার মহারাজা হাট হাইস্কুল ময়দানে জনসভায় যোগ দেন তিনি ।
শুনুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও পড়ুন: জনগণকে রক্ষায় সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য, করোনা পরিস্থিতিতে টুইট মমতার
ওই জনসভায় মমতা বন্দোপাধ্যায় বলেন, "রাজ্যে এসে টাকা, করোনা আর দাঙ্গা ছড়াচ্ছে বহিরাগত বিজেপি ৷ ছয় মাস আগেও রাজ্যে এত করোনা ছিল না ৷" কমিশনকে সরাসরি আক্রমণ করেন মমতা ৷ বলেন, "নির্বাচন কমিশন ভোট একদিনে করল না । কারণ 23 তারিখ পর্যন্ত সভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ কোভিড ছড়ালেও কিছু এসে যায় না !"
এরপরই উন্নয়নের খতিয়ান দিয়ে উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "ভিক্ষে নয় ঋণ চাই ৷ বিনামূল্যে রেশন পেতে হলে, বিনামূল্য স্বাস্থ্যসাথী পেতে হলে, বিনামূল্য সমস্ত পরিষেবা পেতে হলে তৃণমূলকে ভোট দিয়ে জেতান ৷ মনে রাখবেন, এটা হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান সকলের বাংলা ৷ বাংলা ভেদাভেদ করে না ৷"