পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুশ্চরিত্র-লম্পট, ওকে ভোট দেবেন না ; আবেদন কালিয়াগঞ্জের বিজেপির প্রার্থীর স্ত্রীর - সৌমেন রায়কে ভোট না দেওয়ার আবেদন স্ত্রীর

দাম্পত্য কলহ এবারের বিধানসভা নির্বাচনের হট টপিক ৷ সৌমিত্র -সুজাতা, শোভন-রত্নার দাম্পত্য কলহ রাজনীতির আঙিনায় এসে পৌঁছেছে ৷ এবার সেই তালিকায় সংযোজন হল কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় ও শর্বরী সিংহরায়ের নাম ৷

bengal election 2021
bengal election 2021

By

Published : Apr 17, 2021, 6:23 PM IST

রায়গঞ্জ, 17 এপ্রিল : চরিত্রহীন, লম্পট ৷ স্ত্রী ও একমাত্র মেয়েকে ছেড়ে অন্য়ত্র সংসার পেতেছেন ৷ এমনই সব অভিযোগ তুলে কালিয়াগঞ্জবাসীর কাছে বিজেপি প্রার্থী সৌমেন রায়কে ভোট না দেওয়ার আবেদন জানালেন তাঁর স্ত্রী শর্বরী সিংহরায় ৷ এই দাবি নিয়ে কালিয়াগঞ্জে প্রচারেও নামছেন তিনি ৷ যদিও সেই প্রচার কোনও রাজনৈতিক দলের হয়ে নয় ৷

দাম্পত্য কলহ এবারের বিধানসভা নির্বাচনের হট টপিক ৷ সৌমিত্র -সুজাতা, শোভন-রত্নার দাম্পত্য কলহ রাজনীতির আঙিনায় এসে পৌঁছেছে ৷ এবার সেই তালিকায় সংযোজন হল কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় ও শর্বরী সিংহরায়ের নাম ৷ মেয়েকে পাশে নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন শর্বরীদেবী ৷ সৌমেন রায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী ৷ কালিয়াগঞ্জবাসীর কাছে তাঁর অভিযোগ, "সৌমেন রায় জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নন ৷ তাই ওকে একটিও ভোট দেবেন ৷" আজ বিকেলে টাউন মহিলা নাগরিক সমাজের ডাকে মহেন্দ্রগঞ্জ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত ধিক্কার মিছিলে উপস্থিত থাকবেন শর্বরী সিংহরায় ।

সৌমেন রায়কে ভোট না দেওয়ার আবেদন স্ত্রীর

কালিয়াগঞ্জের প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় আছড়ে পড়েছে । শর্বরী সিংহরায়ের অভিযোগের পর কালিয়াগঞ্জে এই নিয়ে শুরু হয় বিক্ষোভ । দলীয় নেতা-কর্মীদের একাংশ প্রার্থী মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেয় । অনশন আন্দোলনেও বসেন তাঁরা । পরে যদিও দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । বিজেপি প্রার্থী সৌমেন রায়কে সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন সবাই । তবে নির্বাচনের দিনকয়েক আগে এদিন ফের সৌমেন রায়কে নিয়ে বিতর্ক চরম আকার নিল ।

আজ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন রায়ের স্ত্রী বলেন, ‘‘বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে একাধিকবার অনুরোধ করেছি সৌমেন রায়কে পরিবর্তন করার । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা পরিবর্তন করা হয়নি ৷ আমার সঙ্গে যেরকম প্রতারণা হয়েছে চাইছি না এমনটা কালিয়াগঞ্জবাসীর সঙ্গে হোক ।’’ তিনি আরও বলেন, "সৌমেন রায়কে যেন কালিয়াগঞ্জের বাসিন্দারা একটিও ভোট না দেন । আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই । আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নই। একটি অরাজনৈতিক মহিলা সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে । আমি সেখানে থাকব । সৌমেন রায়ের বিরুদ্ধে প্রচার করব ।"

ABOUT THE AUTHOR

...view details