পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নাড্ডার রোড শো - রায়গঞ্জে জেপি নাড্ডা

সোমবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে রোড শো করলেন জেপি নাড্ডা ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও ৷ এদিন সুসজ্জিত গাড়িতে কলেজপাড়া থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রোড শো হওয়ার কথা থাকলেও শহরের বিবিডি মোড় পর্যন্ত হয় ৷

রায়গঞ্জে নাড্ডার রোড শো ৷
রায়গঞ্জে নাড্ডার রোড শো ৷

By

Published : Apr 19, 2021, 3:53 PM IST

Updated : Apr 19, 2021, 6:05 PM IST

রায়গঞ্জ, 19 এপ্রিল: রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রায়গঞ্জ শহরে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো-কে ঘিরে সাধারণ মানুষক থেকে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

রায়গঞ্জে জেপি নাড্ডার রোড শো ৷

সোমবার রায়গঞ্জের গয়ালাল হাইস্কুলের মাঠে হেলিকপ্টারে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । এরপর কলেজপাড়া মোড় থেকে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে রোড শো করেন তিনি । জেপি নাড্ডার রোড শো কলেজপাড়া মোড় থেকে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে বিবিডি মোড়ে গিয়ে শেষ হয় । এই রোড শো শিলিগুড়ি মোড় পর্যন্ত করার কথা থাকলেও মাঝপথে বিবিডি মোড়ে শেষ করে দেওয়ায় ঘড়িমোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাজপথের দু'ধারে থাকা অনেকেই নাড্ডাকে দেখা থেকে বঞ্চিত হন।

Last Updated : Apr 19, 2021, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details