রায়গঞ্জ, 23 মার্চ : ‘নো ব্রিজ নো ভোট’ মূলত এই দাবি তুলে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন রায়গঞ্জের শেরপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ । বাঁশের সেতুর উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । তাঁদের দাবি, একটা সেতু হলে ত্রিশ কিলোমিটার রাস্তা কমে গিয়ে দাঁড়াবে মাত্র আট কিলোমিটারে, উপকৃত হবেন 300 গ্রামের লক্ষাধিক মানুষ । অথচ একের পর এক নির্বাচন পার হলেও গ্রামের সেতু নির্মাণ হয়নি । তাই এবারের নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মানুষ । উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে জানিয়েছেন, গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করা হবে । প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি ।
আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের ভোট । এই বিধানসভার শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিঘাটের উপর দিয়ে বয়ে গিয়েছে কুলিক নদী । এই কুলিক নদীর দুই পাড়ে রয়েছেন শেরপুর, গোবিন্দপুর, লাইনপাড়া, ডাঙ্গিপাড়া, বরমপুর, খোকসা, গামাডাঙ্গি, বিন্দোল, খলসি, মেহেন্দি গ্রামসহ প্রায় তিনশটি গ্রামের লক্ষাধিক মানুষ । প্রতিদিন প্রায় 50 হাজার মানুষ কুলিক নদী পারাপার করেন । জেলা সদর রায়গঞ্জ শহর আসা থেকে শুরু করে বিডিও অফিস, রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন কাজে শহরে আসতে গেলে এই নদী পার হতে হয় । বর্ষায় দুকুল ছেপে যাওয়া নদী পার হতে একমাত্র ভরসা নৌকা আর শুকনো দিনে বাঁশের সাঁকো ।