পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের মুখে উত্তরবঙ্গের জন্য তিন প্যাকেজ দেবশ্রীর, উজ্জীবিত বিজেপি শিবির

দেবশ্রী চৌধুরী জানালেন, শিলিগুড়িতেও চালু হবে মেট্রো রেল পরিষেবা, চালু হবে নেতাজি এক্সপ্রেসওয়ে এবং উত্তরবঙ্গে হবে একটি এইমস হাসপাতাল ৷

Debashree Chowdhury announced three central government packages for North Bengal
Debashree Chowdhury announced three central government packages for North Bengal

By

Published : Apr 10, 2021, 12:31 PM IST

রায়গঞ্জ, 10 এপ্রিল : বিধানসভা নির্বাচন চলাকালীন উত্তরবঙ্গের জন্য বিশেষ তিনটি প্যাকেজ ঘোষণা করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী । শনিবার রায়গঞ্জ শহরের উত্তর সুদর্শনপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দেবশ্রী ৷ উত্তরবঙ্গের জন্য একটি এইমস হাসপাতাল, শিলিগুড়ির-কলকাতা যোগাযোগের জন্য নেতাজি এক্সপ্রেসওয়ে চালু করা এবং শিলিগুড়িতে মেট্রো রেল চালু করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ।

দেবশ্রী চৌধুরীর কথায়, "কলকাতার মতো এবার শিলিগুড়িতেও চালু হবে মেট্রো রেল পরিষেবা । পশ্চিমবঙ্গে 3টি এইমস হাসপাতালের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যে কল্যাণীতে একটি এইমস হাসপাতাল হয়েছে । উত্তরবঙ্গেও একটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল । চৌত্রশ বছরের বাম আমলে, দশ বছর তৃণমূল সরকারে থাকাকালীন রায়গঞ্জে এইমস হাসপাতাল করতে দেওয়া হয়নি ।"

শুনুন কী বললেন দেবশ্রী চৌধুরী

এছাড়াও 25 হাজার কোটি টাকা ব্যয়ে কলকাতার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সড়ক যোগাযোগ গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ জানান 675 কিলোমিটার দীর্ঘ রাস্তা হবে ৷

দেবশ্রী চৌধুরী বলেন, "নেতাজি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ যা খুব দ্রুত শেষ করা হবে ।"

ভোটের মুখে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর এহেন ঘোষণায় উজ্জীবিত উত্তরবঙ্গের বিজেপি শিবির ।

ABOUT THE AUTHOR

...view details