পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীকাল রায়গঞ্জে মমতা, সভাস্থল পরিদর্শনে জেলা পুলিশ প্রশাসন থেকে দল - mamata banerjee

আগামীকাল কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে চান্দোল ফুটবল ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বন্দোপাধ্যায়ের জনসভা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস এবং উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ।

মমতার সভাস্থল
মমতার সভাস্থল

By

Published : Apr 18, 2021, 7:21 AM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল : উত্তর দিনাজপুরে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে তৃণমূল নেত্রীর সভাস্থল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলা পুলিশ প্রশাসন এবং জেলা তৃণমূল নেতৃত্বরা ৷

22 এপ্রিল উত্তর দিনাজাপুরে নির্বাচন ৷ নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবারই নির্বাচনী প্রচারের শেষদিন ৷ আর এই প্রচারের শেষ দিনে উত্তর দিনাজপুরে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । আগামীকাল কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে চান্দোল ফুটবল ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বন্দোপাধ্যায়ের জনসভা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস এবং উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । গতকালই মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ।

মমতার সভাস্থল পরিদর্শনে এসে কী বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ

আরও পড়ুন : ভোট-পঞ্চমীতে ভাল নম্বর নিয়েই পাস করল কমিশন

সোমবার বেলা 11 টায় হেলিকপ্টারে ময়দানেই নামবেন তৃণমূল নেত্রী ৷ এরপর মঞ্চে বক্তব্য রাখবেন তিনি । তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন, তৃণমূল নেত্রীর জনসভায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম ঘটবে ৷

ABOUT THE AUTHOR

...view details