গোয়ালপোখর (উত্তর দিনাজপুর), 14 এপ্রিল : বিজেপি ঘৃণা এবং হিংসার রাজনীতি ছাড়া আর কিছুই বোঝে না ৷ আজ পঞ্চম দফার নির্বাচনে শেষদিনের প্রচারে এসে এভাবেই বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভায় সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী নাসিম এহসানের সমর্থনে জনসভা করেন রাহুল ৷
গোয়ালপোখরের জনসভায় শুরু থেকেই রাহুলের নিশানায় ছিল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাহুল অভিযোগ করেন, তামিলনাড়ু ও অসমে যে বিভাজনের রাজনীতি করেছে বিজেপি, বাংলাতেও সেই একই পন্থা অবলম্বন করতে চাইছে তারা ৷ তাঁর অভিযোগ, ‘‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বিভাজন তৈরি করবে ৷ আর বাংলা ভাগ হলে যে আগুন লাগবে তাতে নরেন্দ্র মোদি বা অমিত শাহরা জ্বলবে না, জ্বলবে বাংলা ৷ আর তার ফলে বাংলার মা-বোনেদের কাঁদতে হবে ৷ এমন আগুন জ্বলবে যা আগের বাংলার মানুষ দেখেনি ৷’’