উত্তর দিনাজপুর, 29 মার্চ : অভিযোগ উঠেছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন রায়কে খুন করে ঝুলিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। 2020 সালের 13 জুলাই হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। এনিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলন-বিক্ষোভ করেছিল বিজেপি। প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়কে এবার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি নেতৃত্ব। হেমতাবাদে আজ বিজেপির হয়ে প্রচার শুরু করলেন চাঁদিমা রায় । একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে হেমতাবাদ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইলেন প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী ৷
2020 সালের 13 জুলাই সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বালিয়ামোড় এলাকায় একটি বন্ধ দোকানের সামনে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনায় খুনের অভিযোগ তোলে প্রয়াত বিধায়কের পরিবার ও জেলা বিজেপি নেতৃত্ব। এনিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মৃত বিজেপি বিধায়কের পকেট থেকে সেসময় একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তবে, পুরোটাই চক্রান্ত বলে অভিযোগ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ দলের কেন্দ্রীয় নেতৃত্ব হেমতাবাদেও যায় । রাজ্যের প্রায় সর্বত্র আন্দোলনে নামে বিজেপি । এরপরেই ঘটনার তদন্তে নামে সিআইডি । গ্রেফতার করা হয় সুসাইড নোটে উল্লিখিত দুই ব্যক্তিকে ।