পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করনদিঘির প্রায় দশ হাজার বাম-কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন - করনদিঘি

প্রায় দশ হাজার বাম-কংগ্রেস কর্মী সমর্থক আজ তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন । তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের বিদায়ী শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং করনদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল ।

তৃণমূলে যোগ দিলেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা
তৃণমূলে যোগ দিলেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা

By

Published : Mar 26, 2021, 1:02 PM IST

রায়গঞ্জ, ২৬ মার্চ :বাম-কংগ্রেস জোট ভেঙে ১০ হাজার কর্মী সমর্থক রাজ্যের উন্নয়নের শরিক হতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে । উত্তর দিনাজপুর জেলার করনদিঘি বিধানসভা এলাকার রসাখোয়া সার্কাস মাঠে সুবিশাল এই যোগদান মেলায় করনদিঘি ব্লক কংগ্রেস সভাপতি সামসুল আলমের নেতৃত্বে বহু গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং করনদিঘি পঞ্চায়েত সমিতির কংগ্রেস ও বামফ্রন্টের জনপ্রতিনিধিরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে ।

তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের বিদায়ী শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং করনদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল । এই দলবদলের ফলে নিজেদের দখলে থাকা করনদিঘি বিধানসভায় তৃণমূল বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকল ।

নিজেদের দলে থেকে সম্মান না পাওয়ার পাশাপাশি করনদিঘি বিধানসভা এলাকায় কলেজ স্থাপন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কয়েক হাজার বাম-কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থক । যোগদানকারীদের দাবি, একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে । আর বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে মোকাবিলা করার মতো ক্ষমতা রয়েছে দিদির ।

তৃণমূলে যোগ দিলেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা

আরও পড়ুন :খুনের হমকি দিচ্ছেন স্বামী, দাবি বিজেপি প্রার্থীর স্ত্রীর

দলত্যাগী কংগ্রেস নেতা সামসুল হক বলেন, "আগে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী ছিলেন আমাদের অভিভাবক, আর এখন আমরা পেয়েছি গোলাম রব্বানির মতো একজন নেতাকে ।" দলবদল সম্পর্কে রাজ্যের শ্রম দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি বলেন, "বাম-কংগ্রেস জোটের নেতারা বুঝে গিয়েছেন উন্নয়ন একমাত্র দিদিই করতে পারেন এবং তা তিনি দেখিয়েও দিয়েছেন। ১০ বছরের রাজত্বে জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল, দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ রবীন্দ্রভবন সহ প্রচুর রাস্তাঘাট সেতু নির্মাণ হয়েছে । পাশাপাশি সাধারণ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছেন ৷ তাই বিভিন্ন দল ছেড়ে নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details