পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লড়াই ভুলে রায়গঞ্জে বসন্ত উৎসবে সামিল তিন প্রার্থী

দোলের দিনে প্রচার নেই । নেই রাজনৈতিক লড়াই । বসন্ত উৎসবে পরস্পরকে শুভেচ্ছা জানালেন রায়গঞ্জ কেন্দ্রের যুযুধান প্রার্থীরা ।

bengal election 2021
bengal election 2021

By

Published : Mar 28, 2021, 2:23 PM IST

রায়গঞ্জ, 28 মার্চ : ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল । রাজনৈতিক মতবিরোধ ও ভেদাভেদ ভুলে রঙের উৎসব মিলিয়ে দিল প্রার্থীদের। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা জানালেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা । রঙের উৎসবে এমনই সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের ছবি ধরা পড়ল রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে ।

বিধানসভা নির্বাচনের জোরদার প্রচার শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। নির্বাচনী ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে যেমন চায় না ৷ একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ চালাতেও পিছপা হন না । কিন্তু আজকের দিনে রাজনৈতিক মতাভেদকে দূরে রেখে বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীরা । রায়গঞ্জ করোনেশন হাইস্কুল প্রাঙ্গণে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তিন যুযুধান প্রার্থী তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়াল, বিজেপির কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেসের মোহিত সেনগুপ্ত । বসন্ত উৎসবের মঞ্চে পাশাপাশি বসে আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা ।

বসন্ত উৎসবে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীরা

আরও পড়ুন : "খেলা হবে" সুরে দোলে মাতল রামপুরহাট

প্রার্থীদের বক্তব্য, আজ রঙের উৎসব, আজ কোনও প্রচার নেই, নেই রাজনৈতিক তরজা । বাংলার সংস্কৃতি রাজনৈতিক বেড়াজালের উর্দ্ধে । রাজনৈতিক মতানৈক্য থাকলেও রায়গঞ্জ বিধানসভার এই তিন প্রার্থীর মধ্যে যে সুসম্পর্ক আজও রয়েছে, তারই নিদর্শন ফুটে উঠল রায়গঞ্জের বসন্ত উৎসব প্রাঙ্গণে।

ABOUT THE AUTHOR

...view details