পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই, তিনি দুর্বল : অধীর

রাজ্যে নির্বাচনে ক্ষমতা দখল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ‘‘এবারে রাজ্যে সংযুক্ত মোর্চা ক্ষমতায় এসে গিয়েছে ।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাহস নেই, তিনি দুর্বল : অধীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাহস নেই, তিনি দুর্বল : অধীর

By

Published : Apr 13, 2021, 6:35 PM IST

Updated : Apr 13, 2021, 7:31 PM IST

রায়গঞ্জ, 13 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই, তিনি দুর্বল ৷ তাই যারা বলছেন সিআরপিএফ-কে মানুষের বুকে গুলি করতে, যারা বলছেন শীতলকুচির মতো আরও ঘটনা ঘটবে তাদের গ্রেফতার করছেন না । আমরা রাজ্যে ক্ষমতায় থাকলে এদের গ্রেফতার করে জেলে ভরে শান্তিপূর্ণ নির্বাচন করতাম,’’ রায়গঞ্জে সংযুক্ত মোর্চার সমর্থনে এক জনসভায় যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ।

মঙ্গলবার রায়গঞ্জের উদয়পুরে সংযুক্ত মোর্চার ডাকে কংগ্রেস প্রার্থী দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্তের সমর্থনে নির্বাচনী প্রচারে আজ রায়গঞ্জের উদয়পুরে এক জনসভায় যোগ দিতে আসেন অধীররঞ্জন চৌধুরী । উদয়পুর উদয়ন ক্লাবের মাঠে সংযুক্ত মোর্চার এই জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল-সহ বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা রাহুল সিনহার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে জনসভা শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘‘নির্বাচন কমিশন কার উপর প্রচারে নিষেধাজ্ঞা করবে সেটা তার ব্যাপার । মমতা বন্দোপাধ্যায় সুষ্ঠু নির্বাচন করার দাবি জানিয়ে বহুবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন । আমরাও নির্বাচন কমিশনের কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছি । শীতলকুচির ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হয়েছে ।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাহস নেই, তিনি দুর্বল : অধীর

অধীররঞ্জন চৌধুরী এও বলেন, ‘‘রাজ্যে নির্বাচন পর্ব শুরু হতেই যারা সিআরপিএফ-কে বলে পায়ে নয় বুকে গুলি করতে বা যারা বলছে রাজ্যে এই নির্বাচনে শীতলকুচির মতো আরও ঘটনা ঘটবে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেফতার করে জেলে পাঠাচ্ছেন না । আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই, তিনি দুর্বল । আমরা অর্থাৎ কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় থাকলে এদের জেলে পুরে দিতাম ।’’

আরও পড়ুন :শীতলকুচি ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে অধীর

রাজ্যে নির্বাচনে ক্ষমতা দখল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ‘‘এবারে রাজ্যে সংযুক্ত মোর্চা ক্ষমতায় এসে গিয়েছে ।’’

Last Updated : Apr 13, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details