পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয় শ্রীরাম বলায় এক বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, উত্তেজনা রায়গঞ্জে - তৃণমূল

বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ আহত বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ জেলা সরকারি হাসপাতালে ৷ পলাতক অভিযুক্তের খোঁজে রায়গঞ্জ থানার পুলিশ ৷

রায়গঞ্জ থানা
রায়গঞ্জ থানা

By

Published : Apr 7, 2021, 11:21 AM IST

রায়গঞ্জ, 7 এপ্রিল : জয় শ্রী রাম বলায় এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল এক তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজা এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম উত্তম বর্মন ৷ বাড়ি মহারাজ এলাকায়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তম বর্মনের পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মহারাজা এলাকার বাসিন্দা উত্তম বর্মন দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী ছিলেন। মঙ্গলবার দুপুরে মহারাজা এলাকায় একটি পানের দোকানে যান তিনি ৷ সেখানে গিয়ে জয় শ্রীরাম বললে পানের দোকানের মালিক বাপ্পা ভৌমিক উত্তমবাবুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৷ অস্ত্রের আঘাতের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি । বাপ্পা ভৌমিক এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তড়িঘড়ি উত্তমবাবুকে মহারাজা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উত্তমবাবু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ জেলা সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ।

জয় শ্রীরাম বলায় এক বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, উত্তেজনা রায়গঞ্জে

ঘটনার পর থেকে পলাতক বাপ্পা ভৌমিক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের আই টি সেলের জেলা সম্পাদক বাবলু সোরেন জানিয়েছেন, যে এই কাজটি করেছে সে খুব অন্যায় করেছে। তার উপযুক্ত শান্তির প্রয়োজন।

আরও পড়ুন :রক্ত ঝরল, মাথা ফাটল ; অশান্তির আবহে পার হল তৃতীয় দফার ভোট

অন্যদিকে মিলন কুমার দাস নামে এলাকার মণ্ডল সভাপতি জানিয়েছেন, আমাদের কর্মীকে যে মেরেছে তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন ৷ তাঁর দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details