পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাঁসুয়া হাতে ভোটকেন্দ্রে, উত্তেজনা চাকুলিয়ায়

ভোটকেন্দ্রে হাঁসুয়া হাতে আসার জন্য প্রথমে তাঁদের আটক করেন কেন্দ্রীয় বাহিনী ৷ যদিও কিছুক্ষণ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বিজেপি প্রার্থী সচিন প্রসাদ ৷ যদিও আসল ঘটনা প্রকাশের পর হাঁফ ছেড়ে বাঁচেন সবাই ৷

হাঁসুয়া হাতে ভোটকেন্দ্রে 3 ব্যক্তি
হাঁসুয়া হাতে ভোটকেন্দ্রে 3 ব্যক্তি

By

Published : Apr 22, 2021, 3:31 PM IST

রায়গঞ্জ, 22 এপ্রিল : ভোটকেন্দ্রের সামনে হাঁসুয়া হাতে 3 ব্যক্তি ৷ আর তা নিয়ে আতঙ্কে চরম উত্তেজনা তৈরি হল ভোটকেন্দ্র চত্বরে ৷ আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা ৷ ঘটনাটি ঘটেছে চাকুলিয়া বিধানসভার কোনাটোলা গ্রামের 198 নম্বর বুথে ।

তবে ব্যাপারটা খানিকটা ‘ছিল বিড়াল হয়ে গেল রুমালের’ মতো ৷ আসল ঘটনা জানাজানি হতে হাঁপ ছেড়ে বাঁচেন ভোটাররা ৷ জানা যায়, হাঁসুয়া হাতে কোনও রকম অপ্রীতিকর কাণ্ড ঘটাতে আসেননি ওই 3 ব্যক্তি ৷ ওই এলাকায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান স্থানীয় একজনকে বাড়ির কজের জন্য একটি হাঁসুয়া তৈরি করার অর্ডার দেন । হাঁসুয়াটি আজ সন্ধ্যার সময় তাঁদের ব্যারাকে দিয়ে আসার কথা বলেন ওই জওয়ান ৷ কিন্তু সন্ধ্যায় তাঁর অন্য কাজ থাকায় ভোটকেন্দ্রেই হাঁসুয়া হাতে হাজির হন তিন ব্যক্তি ৷

হাঁসুয়া হাতে ভোটকেন্দ্রে 3 ব্যক্তি

আরও পড়ুন : করোনা প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনা কী ? জানতে চায় সুপ্রিম কোর্ট

ভোটকেন্দ্রে হাঁসুয়া হাতে আসার জন্য প্রথমে তাঁদের আটক করে কেন্দ্রীয় বাহিনী ৷ যদিও কিছুক্ষণ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বিজেপি প্রার্থী সচিন প্রসাদ ৷ যদিও আসল ঘটনা প্রকাশের পর হাঁফ ছেড়ে বাঁচেন সবাই ৷

ABOUT THE AUTHOR

...view details