রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার ভোট গ্রহণ । তার আগে আজ শেষ রবিবার । ছুটির দিনে জোর কদমে ভোট প্রচার পর্ব চলল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে । এদিনের প্রচারে কোনওরকম খামতি রাখেনি পদ্মশিবির ও ঘাসফুল শিবিরের প্রার্থীরা । যদিও তৃণমূলের প্রচারের ছটার কাছে অনেকটা ম্রিয়মান ছিল গেরুয়া শিবিরের প্রচার । বিজেপির প্রচারে জৌলুস বাড়াতে পারেননি রায়গঞ্জের বিধায়ক দেবশ্রী চৌধুরীও (Election Campaign in Kaliyaganj)।
কালিয়াগঞ্জ পৌরসভার 17 টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট । বিগত চার বছর ধরে কালিয়াগঞ্জ পৌরসভা চালিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড । যদিও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তা নিয়ে রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করতেও ছাড়েননি । তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে কার্তিক পালকে 'বেইমান' বলে কটাক্ষ করেন ফিরহাদ । কালিয়াগঞ্জবাসীর কাছে 'বেইমান'দের একটিও ভোট না দেওয়ার আবেদন জানান ।