বেলুড়, 1 অগাস্ট : কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ আগামীকাল থেকেই বন্ধ করে দেওয়া হবে বেলুড় মঠ ৷ দীর্ঘ লকডাউনের জেরে 80 দিন পর খোলা হয়েছিল মঠ ৷
আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ - Belur Math will be closed from tommorrow
আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷
কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে সংক্রমণ বাড়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কবে ফের বেলুড় মঠ খোলা হবে সেটা পর জানানো হবে ৷ বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুভিরানানন্দ মহারাজ জানান, নানাবিধ কারণে আগামী 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে ৷
প্রসঙ্গত, আনলকে বেলুড় মঠ চালু করা হলেও কোরোনা পরিস্থিতিকে মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল ৷ সেইমতো বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ তার মধ্যে ভোগ বিতরণ, প্রেসিডেন্ট মহারাজকে দর্শন ও বিশেষ করে মন্দির আরতির সময় একসঙ্গ বসা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছিল ৷ আগত ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী তৈরি থেকে শুরু করে সারিবদ্ধভাবে ঠাকুরকে প্রণাম এবং দর্শনের ব্যবস্থা করা হয়েছিল । এছাড়াও মন্দিরে পাশে এবং বিভিন্ন জায়গায় যে জায়ান্ট স্ক্রিন আছে তার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হয়েছিল ।