রায়গঞ্জ, 25 এপ্রিল: "মোদি ও মমতা RSS দ্বারা লিখিত দুটি চরিত্র । শুধু তাই নয়, তাঁদের ডায়ালগগুলিও একই ব্যক্তি দ্বারা লিখিত । দু'জনের চরিত্রায়ণও সিনেমা বা নাটকের মতো । তাই তাঁদের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ।" মোদি-মমতা 'কুর্তা-মিষ্টি' সৌজন্য প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রায়গঞ্জের CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম ।
সম্প্রতি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রতি বছর নিয়ম করে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাঁকে কুর্তা আর মিষ্টি পাঠান । মমতা ব্যানার্জি নিজে দোকান থেকে কুর্তা কিনে তাঁকে পাঠান । এই তথ্যকে হাতিয়ার করেই চলতি লোকসভা নির্বাচনে CPI(M) রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে কোমর বেঁধে আসরে নেমেছে ।