পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 29, 2019, 9:40 AM IST

ETV Bharat / state

তৃণমূল বহিষ্কার করেছিলই, এবার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে FIR করলেন BDO

আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল BDO । অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

ফাইল ফোটো

রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : অবশেষে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তর দিনাজপুরের বিন্দোল গ্রাম পঞ্চায়েত প্রধান লায়লা খাতুনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল প্রশাসন । লায়লা খাতুন এবং বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহায়ক কাদনা কিসকুর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানা থানায় অভিযোগ দায়ের করেছেন BDO রাজু লামা । অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । এর আগে লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস ।

2018- 2019 অর্থিক বছরে 100 দিনের কাজ এবং চতুর্দশ অর্থ কমিশনের সরকারি প্রকল্পের জন্য আসা প্রচুর সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ ওঠে লায়লা খাতুনের নামে । তাঁর বিরুদ্ধে বিন্দোল এলাকায় একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করে লাগাতার আন্দোলনে নেমেছিল নাগরিক মঞ্চ । যার ফলে সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় । দলের তরফ থেকে তখন কানহাইয়ালাল আগারওয়াল জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত হবে । এরপর বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় লায়লা এবং কাদনা কিসকুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রায়গঞ্জের BDO রাজু লামা । এ বিষয়ে BDO বলেন, "আর্থিক তছরুপের অভিযোগে আমরা লায়লা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । সেই অনুযায়ী তদন্ত শুরু করবে পুলিশ ।"

অভিযোগ দায়েরের পর গতকাল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা অনেক আগেই লায়লা খাতুনকে দল থেকে বহিষ্কার করেছিলাম । তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে । দোষী সাব্যস্ত হলে আমাদের সে বিষয়ে কোনও কিছুই বলার নেই । আইন আইনের পথে চলবে ।"

লায়লার বিরুদ্ধে এতদিন ধরে আন্দোলন করা নাগরিক মঞ্চের তরফে ফরিদ বক্স বলেন, "আমাদের আন্দোলনের জেরে এই FIR হয়েছে । আমরা আনন্দিত । তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে ওই দোষী প্রধানকে জেলে পুড়তে হবে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details