রায়গঞ্জ, ১ মে : সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে বাজার। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জে ।
গতকাল রাজ্য় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ আজ থেকে জিম, শপিং মল, সিনেমা হল সহ একাধিক ব্য়বসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অন্য়দিকে সবজি বাজার খোলা রাখার নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু আজ সকালে অন্য় ছবি দেখা গেল রায়গঞ্জে ৷
বাজার খোলা রয়েছে রায়গঞ্জে আরও পড়ুন- মালদায় বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় ধৃত দলেরই নেতা
সময় পেরিয়ে যাওয়ার পর রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, গোশালা বাজার, রেলস্টেশন সংলগ্ন এলাকার বাজার, দেবীনগর বাজার, বন্দর বাজার প্রায় সবই খোলা রয়েছে। সময়সীমা পার হয়ে গেলেও কোনও হেলদোল নেই জেলা প্রশাসনের।
বাজার খোলা রয়েছে রায়গঞ্জে এদিকে জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ। উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 300 ৷ এর মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। তবে সুস্থতার সংখ্যাও উল্লেখ্যযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। জেলায় এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 150 জন করোনা রোগী। কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন রাজ্যের প্রশাসন ৷ সংক্রমণ কমাতে আংশিক লকডাউন জারি করা হয়েছে।
আরও পড়ুন- আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ
আংশিক লকডাউন মানতে গতকাল সন্ধে থেকে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানা থেকে শহরগুলিতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে । আজ সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে শপিংমল, সিনেমা হল, বার, রেস্তরাঁ, সহ জিম, স্পা, সুইমিংপুল। কিন্তু বাজারের চিত্রটা দেখা গিয়েছে অন্য। 11টা বেজে গেলেও বাজার খোলা আছে। দেখা নেই প্রশাসনের ।