পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ মর্গে পাঠানোর অভিযোগ, বারাসত হাসপাতালে বিক্ষোভ

স্থানীয় এক বিজেপি নেতার প্রশ্ন, ডেথ সার্টিফিকেট ছাড়া কীভাবে দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালের মর্গে ঢোকানো হল ? সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্তও পুলিশ কেন ডেথ সার্টিফিকেট আনতে পারল না ?

বারাসত
বারাসত

By

Published : Dec 23, 2020, 8:39 AM IST

মধ্যমগ্রাম, 23 ডিসেম্বর : মৃতের ডেথ সার্টিফিকেট না দিয়েই ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালের মর্গে পাঠানোর অভিযোগ । এই অভিযোগে গতকাল উত্তপ্ত হয় বারাসত হাসপাতাল চত্বর । বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাধে পুলিশের ৷ পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসেন বারাসত এসডিপিও সত্যব্রত চক্রবর্তী সহ পুলিশ আধিকারিকরা । মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স ও ব়্যাফ । বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে মৃতের ডেথ সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেয় পুলিশ ৷ এরপরই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

মৃতের নাম অশোক সর্দার (50) ৷ গতকাল মধ্যমগ্রামের চৌভেড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হন ওই প্রোমোটার ৷ তারপরই তাঁকে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে, পরিবারের অভিযোগ, মৃতের ডেথ সার্টিফিকেট না দিয়েই দেহ বারাসত হাসপাতালের মর্গে পাঠানো হয় ৷ এরপরই বিষয়টি জানতে পারেন স্থানীয় বিজেপি কর্মীরা ৷ বারাসত হাসপাতালে এসে পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁদের ৷ তারপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভ দেখানোর পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তোলেন বিজেপি কর্মীরা ৷

এবিষয়ে বিজেপি নেতা পীযূষ কানোজিয়া প্রশ্ন তোলেন, ডেথ সার্টিফিকেট ছাড়া কীভাবে দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালের মর্গে ঢোকানো হল ? সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্তও পুলিশ কেন ডেথ সার্টিফিকেট আনতে পারল না ? এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কী? তাঁর অভিযোগ, "ঘটনাস্থান থেকে তড়িঘড়ি দেহ তুলে নিয়ে আসে পুলিশ । পরিবারের লোকজনকে না জানিয়ে দেহ পাঠিয়ে দেওয়া হয় বারাসত হাসপাতালের মর্গে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details