রায়গঞ্জ, 16 মার্চ : পর পর দু'দিন ধরে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট । 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মচারীরা ব্যাঙ্ক ও বিমা সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে । তাতে সাড়া দিয়েছে রায়গঞ্জের একাধিক ব্যাঙ্ক ।
গতকাল রায়গঞ্জ শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে কর্মচারীদের সংগঠন ইউনাইটেড ফোরাম ও ব্যাঙ্কস ইউনিয়ন ধর্মঘটের সমর্থনে পিকেটিং ও পথসভা করে । এবিষয়ে ফোরামের আহ্বায়ক দেবব্রত দাস বলেন, "আমাদের আন্দোলনে জন্য 2 দিন বেতন কাটা যাবে জেনেও সাধারণের স্বার্থে আমরা আন্দোলনে নেমেছি ।"
আরও পড়ুন : শনি-রবি ছুটির পর আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট, এটিএম কি খোলা ?
তিনি আরও বলেন, "এই আন্দোলনের ফলে যদি কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত না পরিবর্তন করে তবে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন । প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘট আন্দোলনের পথে যাবে ।"
ব্যাঙ্ক ধর্মঘটের ডাক । দেখুন ভিডিয়ো... 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে । এরই প্রতিবাদে ব্যাঙ্ক কর্মচারী সংগঠন ইউনাইটেড ফোরাম এবং ব্যাঙ্কস ইউনিয়ন 15 ও 16 মার্চ এই দুদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে । যদিও একমাস আগে থেকেই ইন্ডিয়ান লেবার কমিশনার এবং দেশের সাধারণ মানুষকে এব্যাপারে জানানো হয়েছে ।