রায়গঞ্জ, 4 জুন :বৃষ্টির জলে খলসি ঘাটের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় উত্তর দিনাজপুরের শেরপুর অঞ্চলের সঙ্গে রায়গঞ্জ শহরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, অর্থের অভাবে পাকা সেতু নির্মাণ করা যাচ্ছে না ৷ তবে আগামী বর্ষার পর সেতু নির্মাণের কাজ শুরু করা হতে পারে ৷ তাই আপাতত ওই এলাকার মানুষকে কষ্ট করেই শহরে যাতায়াত করতে হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য পূর্ণেন্দু দে ৷
উত্তর দিনাজপুরের জেলা সদর হল রায়গঞ্জ ৷ রায়গঞ্জ ব্লক থেকে শেরপুর গ্রাম পঞ্চায়েতের দূরত্ব মাত্র 10 থেকে 15 কিলোমিটার ৷ এই এলাকার অধিকাংশ মানুষই কৃষিজীবী ৷ বাকিরা শ্রমিকের কাজ করে সংসার চালান ৷ এই এলাকার মানুষকে কুলিক নদী পার করে শহরে আসতে হয় ৷ নদীর উপর কোনও পাকা সেতু না থাকায় গ্রামের মানুষ বাঁশের সাঁকো তৈরি করেই এতদিন যাতায়াত করতেন ৷
নদীতে একটি পাকা সেতু নির্মাণের দাবিতে গত বিধানসভা নির্বাচনে স্থানীয় বাসিন্দারা ভোট বয়কট করেছিলেন। এলাকাবাসীর এমন কড়া সিদ্ধান্তে প্রশাসন কিছুটা নড়েচড়ে বসলেও ভোট পেরিয়ে যাওয়ার পর আবারও সব চুপচাপ ৷ পাকা সেতু নির্মাণের জন্য আর কোনও পদক্ষেপই করেনি প্রশাসন ৷