রায়গঞ্জ, 29 জুলাই:মাছ ধরতে পুকুরে ফেলা হয়েছিল জাল ৷ কিন্তু সেই জালে মাছের বদলে উঠে এল ব্যালট বাক্স ৷ এই দৃশ্য দেখে তাজ্জব পুকুরে মাছ যাঁরা ধরতে গিয়েছিলেন, তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার করণদিঘি ব্লকের বাজারগাঁও-1 গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথ সংলগ্ন এলাকায় ৷
পুকুর থেকে ব্য়ালট বাক্স উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয় এলাকায় ৷ ব্যালট বাক্স দেখতে পুকুর পাড়ে ভিড় জমান স্থানীয় মানুষ ৷ তাঁদেরই কোনও একজন ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শনিবার শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতেও ৷ যদিও ব্যালট বাক্স উদ্ধার হয়েছে শুক্রবার ৷ তবে বিষয়টি সামনে আসে এ দিন ৷
করণদিঘির বিডিও নীতীশ তামাং বলেন, "গতকাল একটি ব্যালট বাক্স উদ্ধারের খবর পেয়ে তড়িঘড়ি পুলিশকে জানানো হয় । পুলিশ গিয়ে বাক্সটি উদ্ধার করে ডালখোলা থানায় নিয়ে আসে ।"
বিডিও জানিয়েছেন, গত 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থানীয় 25 নম্বর বুথে ব্যালট বাক্স লুটের ঘটনা ঘটে । সেখানকার প্রিসাইডিং অফিসার অভিযোগ করেছিলেন যে 3টি ব্যালট বাক্স লুট হয়েছে । পরবর্তী সময়ে সেই বুথে আবার ভোট হয় । এখন 2টি ব্যালট বাক্স উদ্ধার হওয়ার পর বিডিও-র ধারণা ওগুলো লুট হয়ে যাওয়া বাক্স৷ যদিও ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি বাক্স উদ্ধারের ছবি দেখা গিয়েছে ।