রায়গঞ্জ, 24 ডিসেম্বর : রাত পোহালেই বড়দিন ৷ আর বড়দিন মানেই সান্তা, ক্রিসমাস ট্র্রি আর হরেক রকম কেকের পসরা ৷ ক্রিম কেক, ফ্রুট কেক, ব্ল্যাক ফরেস্ট, রেড ফরেস্ট ৷ পছন্দমতো শুধু বেছে নিলেই হবে ৷ রায়গঞ্জের বেকারিগুলোতে এই সব ধরনের আইটেমই পেয়ে যাবেন ৷ খরিদ্দারদের মন পেতে এখন তাই দম ফেলার সময় নেই এখানকার বেকারি কর্মীদের (Bakery workers of raiganj are too busy for making Christmas cakes) ৷
রায়গঞ্জ শহরের নামী বেকারিগুলিতে এবার ভেজ ও ফ্রুট কেকের চাহিদায় সবচেয়ে বলে জানাচ্ছেন বিক্রেতারা ৷ তবে এই বেকারিগুলিতে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের কেকও রয়েছে ৷ তবে এবার ক্রেতাদের কাছে তাদের নতুন উপহার সান্তাক্লজ কেক ৷ এই কেকের বিশেষত্ব হল, কোথাও গোটা কেক জুড়ে রয়েছে সান্তার মুখ তো আবার কেকের উপর বসে রয়েছে সান্তা ৷ এছাড়াও ছোটদের মনপসন্দ মিকি মাউস কেকও পাওয়া যাচ্ছে এখানে ৷