রায়গঞ্জ, 8 জানুয়ারি : রায়গঞ্জের বিধায়কের আবেদনে সাড়া দিয়ে বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষণা করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য হেরিটেজ কমিশন । বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে বাহিন জমিদার বাড়ির ডিপিআর চেয়ে পাঠিয়েছে রাজ্য হেরিটেজ কমিশন (Heritage Commission to accept Bahin Zamindar bari as a heritage building) । এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে রায়গঞ্জের বিভিন্ন মহলে । খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ইতিহাসবিদ এবং গবেষকেরাও ।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে দাবি উঠেছিল, স্থাপত্যের অনন্য নিদর্শন বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের ব্যবস্থা করা হোক । এবার সেই দাবি পূরণ হতে চলেছে । রায়গঞ্জ শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বাহিন জমিদার বাড়ি । বাংলা এবং বিহারের সীমানায় নাগর নদীর তীরে অবস্থিত এই জমিদার বাড়িটি বর্তমানে অব্যবহার এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ । কারুকার্যখচিত প্রকান্ড এই অট্টালিকা দেখতে বহু জায়গা থেকে ছুটে আসেন পর্যটকেরা । ইটাহারের রায়চৌধুরী জমিদার বংশ তাঁদের সুবিশাল জমিদারি এলাকা দেখভালের জন্য বাহিনে এই অট্টালিকা তৈরি করেছিলেন ।