পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Heritage Site in Raiganj : হেরিটেজ হতে চলেছে বাহিন জমিদার বাড়ি, খুশির হাওয়া রায়গঞ্জে - বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষনা করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য হেরিটেজ কমিশন

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আবেদন মেনে ঐতিহ্য়বাহী বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষণা করতে চলেছে কমিশন ৷ এই খবরে খুশির হাওয়া রায়গঞ্জে (Heritage Commission to accept Bahin Zamindar bari as a heritage building)৷

New Heritage Site in Raiganj
রায়গঞ্জের বিধায়কের আবেদনে সাড়া দিয়ে বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষনা করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য হেরিটেজ কমিশন

By

Published : Jan 8, 2022, 5:41 PM IST

রায়গঞ্জ, 8 জানুয়ারি : রায়গঞ্জের বিধায়কের আবেদনে সাড়া দিয়ে বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষণা করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য হেরিটেজ কমিশন । বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কাছে বাহিন জমিদার বাড়ির ডিপিআর চেয়ে পাঠিয়েছে রাজ্য হেরিটেজ কমিশন (Heritage Commission to accept Bahin Zamindar bari as a heritage building) । এই খবরে খুশির হাওয়া ছড়িয়েছে রায়গঞ্জের বিভিন্ন মহলে । খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ইতিহাসবিদ এবং গবেষকেরাও ।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে দাবি উঠেছিল, স্থাপত্যের অনন্য নিদর্শন বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের ব্যবস্থা করা হোক । এবার সেই দাবি পূরণ হতে চলেছে । রায়গঞ্জ শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বাহিন জমিদার বাড়ি । বাংলা এবং বিহারের সীমানায় নাগর নদীর তীরে অবস্থিত এই জমিদার বাড়িটি বর্তমানে অব্যবহার এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ । কারুকার্যখচিত প্রকান্ড এই অট্টালিকা দেখতে বহু জায়গা থেকে ছুটে আসেন পর্যটকেরা । ইটাহারের রায়চৌধুরী জমিদার বংশ তাঁদের সুবিশাল জমিদারি এলাকা দেখভালের জন্য বাহিনে এই অট্টালিকা তৈরি করেছিলেন ।

বিহার এবং বাংলাদেশের জমিদারি দেখাশোনা তথা যোগাযোগের সুবিধার জন্যই নির্মিত হয়েছিল এই বাড়িটি । বর্তমানে অবশ্য একবারেই ভগ্নদশা এই অট্টালিকার ৷ জায়গায় জায়গায় পলেস্তারা খসে বেরিয়ে এসেছে ইট, গজিয়েছে বট-অশ্বথের চারা ৷ তবু প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষ্য বহন করছে । ঐতিহ্যবাহী এই অট্টালিকাকে সংরক্ষণ করার জন্য উদ্যোগী হন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।

আরও পড়ুন : হেরিটেজ বিল্ডিংয়ের মর্যাদা পেল মেদিনীপুরের জেলা কালেক্টরেট অফিস

গত 12 ডিসেম্বর রাজ্য হেরিটেজ কমিশনের কাছে এবিষয়ে একটি চিঠিও চিঠি লিখেন তিনি । 31 ডিসেম্বর সেই চিঠির উত্তরে রাজ্য হেরিটেজ কমিশন বাহিন জমিদার বাড়ির ডিপিআর পাঠানোর কথা জানায় । মূলত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগেই হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেতে চলেছে এই জমিদার বাড়ি । এই খবর চাউর হতেই খুশির হাওয়া রায়গঞ্জের বিভিন্ন মহলে । প্রখ্যাত ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ বলেন, "আমরা বিভিন্ন সময়ে বাহিন জমিদার বাড়িকে হেরিটেজ ঘোষণা করার জন্য দাবি জানিয়ে এসেছি । আজ বিধায়কের উদ্যোগে তা পূরণ হতে চলায় আমরা ভীষণ খুশি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details