পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"এভাবে চললে না খেতে পেয়েই মরে যাব", বলছেন রায়গঞ্জের অটোচালকরা - লকডাউন

কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন রায়গঞ্জ শহরের অটোচালকরা । অনেকেই ইতিমধ্যে পেশা বদলও করে ফেলেছেন ।

রায়গঞ্জ

By

Published : Jul 28, 2020, 8:05 AM IST

রায়গঞ্জ, 27 জুলাই : একেই তিনমাস ধরে লকডাউনে বন্ধ ছিল সমস্ত যানবাহন চলাচল । লকডাউন কিছুটা শিথিল হলেও কোরোনা সংক্রমণের আশঙ্কায় রাস্তায় বের হচ্ছে না অনেকেই। বের হলেও অনেকে উঠতে চাইছে না অটোতে। ফলে আর্থিক অনটন ও দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ শহরের অটো চালকরা ।

যাত্রী না হওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে তাদের । এর মধ্যে অনেক অটোচালক ও মালিক পেশা বদল করে কেউ সবজি আবার কেউ বা মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন ।

রায়গঞ্জ শহর থেকে কর্ণজোড়া সদর হয়ে বাঙালবাড়ি, হেমতাবাদ পর্যন্ত রুটে চলাচল করে রায়গঞ্জের অটোগুলি । কয়েকদিন আগে দু'একজন অটোচালকের শরীরে কোরোনার সংক্রমণের হদিশ মেলায় আতঙ্কিত শহরবাসী অটোয় যাতায়াত করাই প্রায় বন্ধ করে দিয়েছে। এছাড়া অটোতে সামাজিক দূরত্ব বজায় রাখা সবসময় সম্ভব হয় না । ফলে কর্মহীন হয়ে পড়েছেন একাধিক অটোচালক ও মালিক।

এই বিষয়ে রায়গঞ্জ শহরের অটো চালকেরা বলেন, "রাস্তায় অটো নিয়ে বের হচ্ছি কিন্তু যাত্রী হচ্ছে না । ফলে রোজগার একেবারে বন্ধ হয়ে গেছে। আমাদের অনেকেরই ব্যাঙ্ক লোন নিয়ে অটো রিকশা নেওয়া আছে, তা পরিশোধ করতে পারছি না । এভাবে চলতে থাকলে না খেতে পেয়েই মরতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details