রায়গঞ্জ, 1 জুন : স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠীর 10 হাজার মহিলাকে খাদ্যসামগ্রী , মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা শুরু করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । পৌরসভার 7নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার স্বর্ণজয়ন্তী রোজগার যোজনা বিভাগের কাউন্সিলর ইনচার্জ পুষ্পা মজুমদার, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন কুমার বর্মণ, বরুণ বন্দ্যোপাধ্যায়, স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার রায়গঞ্জ টাউন প্রোজেক্ট অফিসার শ্যামল সেনগুপ্ত সহ পৌরসভার অন্যান্য আধিকারিকগণ । লকডাউনের সময়ে কাজ না থাকায় উপার্জনহীন এই সকল মহিলা ত্রাণ পেয়ে উপকৃত হলেন।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে নিজেদের আয় উপার্জন হারিয়েছেন ১০ হাজার ৪৭ জন মহিলা । অতি সাধারণ পরিবার থেকে আসা এই মহিলারা তাঁদের ন্যূনতম উপার্জন হারিয়ে খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন । এবার তাঁদের পাশে এসে দাঁড়াল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভার স্বর্ণজয়ন্তী বিভাগ ।
10 হাজারের বেশি মহিলাকে ত্রাণ বিতরণ রায়গঞ্জ পৌরসভার - tmc
স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠীর 10 হাজার মহিলাকে খাদ্যসামগ্রী , মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা শুরু করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ।
ছবি
বিভাগের কাউন্সিলর ইনচার্জ পুষ্পা মজুমদার বলেন, " পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উদ্যোগে 27 টি ওয়ার্ডের স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের হাতে ফুড কিট হিসেবে চা, চিনি, বিস্কুট, দুধ, ছাতু, মুড়ি, তুলে দেওয়া হল । এর পাশাপাশি সাবান, মাস্ক ও স্যানিটাইজা়রও দেওয়ার কাজ শুরু হল তাঁদের । আজ থেকে শুরু হওয়া ফুড কিট বিতরণ পৌরসভার 27 টি ওয়ার্ডেই হবে। "