রায়গঞ্জ, 30 মার্চ : রায়গঞ্জে কংগ্রেস কর্মী কার্তিক রানার উপর হামলার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে (Congress workers alleges attack by TMC) ৷ অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বিধাননগর এলাকায়। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।
আগামী জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে রায়গঞ্জ পৌরসভার বোর্ডের মেয়াদ । 2023 সালের পুরভোট নিয়ে এখন থেকেই সরগরম রায়গঞ্জ শহরের রাজনীতি। পুনর্বিন্যাসের জেরে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডটি মহিলা ওয়ার্ড হিসেবে সংরক্ষিত হয়েছে। এই ওয়ার্ডের প্রভাবশালী কংগ্রেস কর্মী কার্তিক রানার স্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিতেই এলাকার তৃণমূল নেতা আদেশ মাহাতোর নেতৃত্বে বিজয় দাস এবং বাবুয়া সাহা-সহ তৃণমূলের বাহিনীরা কার্তিক রানার উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ।