রায়গঞ্জ, 7মে : এক কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অসীম অধিকারী । রায়গঞ্জে গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় অসীমবাবুকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। তৃণমুল কংগ্রেসের কর্মী অভিজিৎ সরকারের অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যায় অসীম অধিকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় ।
উল্লেখ্য, রায়গঞ্জ থানার 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকারকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে ও প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে । ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অভিজিৎ সরকার । অভিযোগ অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা আচমকা ওই তৃণমূল কর্মীর উপরে হামলা চালায় । অসীম অধিকারী নিজে রিভলবারের বাঁট দিয়ে অভিজিতের মুখে-চোখে আঘাত করেন ।
তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর - তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার অসীম অধিকারী
রায়গঞ্জ থানার 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকারকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে ও প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে । ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ।
আরও পড়ুন : যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা
স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুস্কৃতীরা পালিয়ে যায় । এই ঘটনার পরে আহত ওই তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সন্ধ্যায় অসীম অধিকারী রায়গঞ্জ গর্ভামেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে ৷