পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেরিতে হলেও তবু মন্দের ভাল, করোনা রুখতে রায়গঞ্জবাসীর দাওয়াই মাস্ক - covid-19

করোনা রুখতে মাস্কের ব্যবহারের উপর জোর দিচেছন রায়গঞ্জবাসীরা ৷ দেরিতে হলেও গত দু-তিন ধরে রায়গঞ্জে এই ছবি দেখা যাচ্ছে ৷ কেউ মাস্ক ব্যবহার না করলে তাঁকে অন্যরা সতর্কও করে দিচ্ছেন ৷ এতে সন্তোষ প্রকাশ করে অনেকেই বলেছেন, তবু ভাল যে দেরিতে হলেও মানুষের বোধদয় হয়েছে ৷

রায়গঞ্জে মাস্কের ব্যবহার ৷
রায়গঞ্জে মাস্কের ব্যবহার ৷

By

Published : Apr 28, 2021, 7:12 PM IST

রায়গঞ্জ, 28 এপ্রিল : করোনার প্রকোপ প্রতিরোধে রাজ্যের অন্যান্য শহরে যখন পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করছে তখন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের চিত্রটা একেবারেই আলাদা । সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ সকলেই মাস্ক ব্যবহার করছেন স্বতঃস্ফূর্ত ভাবেই । রায়গঞ্জ শহরের প্রায় 90 শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন ৷ সচেতন হয়েই মাস্কের ব্যবহার করছেন তাঁরা । শুধু নিজেরাই নয়, সহ-নাগরিকদের মধ্যে কেউ যদি মাস্ক না ব্যবহার করেন তবে তাঁদেরও মাস্ক ব্যবহারের জন্য আবেদন করছেন রায়গঞ্জবাসী । গত দু-তিনদিন ধরে এই নতুন ছবি দেখা যাচ্ছে রায়গঞ্জজুড়ে ৷ শহরের অধিবাসীদের মত, দেরি করে হলেও মানুষের বোধদয় হয়েছে ৷ এই পরিস্থিতিতে এটাই দরকার ছিল ৷

করোনা রুখতে রায়গঞ্জে বেড়েছে মাস্কের ব্যবহার ৷

কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও । মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 9 হাজার 120 জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 7 হাজার 726 জন ৷ মৃত্যু হয়েছে 82 জনের । রায়গঞ্জ শহরেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । আর তাই শহরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই মাস্কের ব্যবহার করছেন ।

জেলা বা রাজ্যের অন্যত্র যেখানে মাস্কের ব্যবহার বাড়াতে পুলিশ-প্রশাসনকে উদ্যোগ নিতে হচ্ছে । কোথাও পুলিশকে কড়া পদক্ষেপও করতে হচ্ছে ৷ কোথাও কোথাও মাস্ক না পড়ার জন্য গ্রেফতার অবধি করতে হচ্ছে ৷ সেই জায়গায় রায়গঞ্জ শহরের পথ চলতি সাধারণ মানুষ থেকে অটো-টোটো চালক বা ভ্যানরিকশো চালকরাও মাস্ক পরেই তাঁদের দৈনন্দিন কাজ করছেন । গোটা পশ্চিমবঙ্গের তুলনায় রায়গঞ্জ শহরের এই ছবি এক অনন্য নজির গড়েছে বলাই যায় ।

আরও পড়ুন: টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?

ABOUT THE AUTHOR

...view details