পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে অনুুপের, দাবি পুলিশ সুপারের - সুমিত কুমার

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে অনুপ রায়ের । জানান পুলিশ সুপার সুমিত কুমার।

Anup Roy
অনুপ রায়

By

Published : Sep 3, 2020, 10:32 PM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর : মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে অনুপ রায়ের । জানালেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার ৷ তিনি আরও জানান, "28 অগাস্ট একটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল । ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে অনুপ রায়ের নাম উঠে আসে । তাই অনুপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল রায়গঞ্জ থানায়।"

থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় আচমকাই অনুপ অজ্ঞান হয়ে যান । পুলিশ তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের চিকিৎসক অনুপকে মৃত বলে ঘোষণা করেন । রাতেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে ।

ময়নাতদন্তের পর অনুপের মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ সুপার সুমিত কুমার ।

অনুপ রায়ের দেহ ময়নাতদন্তের রিপোর্ট

আরও পড়ুন :পুলিশি হেপাজতে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ রায়গঞ্জে, রাতেই ময়নাতদন্ত!

অন্যদিকে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি জানিয়েছেন, পাঁচ পুলিশ মিলে অনুপকে মেরেছে । অনুপের মৃত্যুর ঘটনাটিকে ঢাকার জন্য অনুপকে গুলি করা হয়। পাশাপাশি বিশ্বজিৎবাবু বলেন, "ময়নাতদন্তের সময় অনুপের পরিবারের কাউকে ডাকা হয়নি । আমরা মিথ্যা কথা বলছি না ও অনুপের পরিবারও মিথ্যা কথা বলছে না । পুলিশ সুপার মিথ্যা কথা বলছেন । অনুপকে মারধর করে খুন করা হয়েছে, সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে পুলিশ ।"

কী বললেন পুলিশ সুপার সুমিত কুমার ?

ABOUT THE AUTHOR

...view details