পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় দুর্গাপুজো হবে না তো কি পাকিস্তানে হবে? : অমিত শাহ - amit shah rally

অমিত শাহ

By

Published : Apr 11, 2019, 2:12 PM IST

Updated : Apr 11, 2019, 3:39 PM IST

2019-04-11 13:58:31

রায়গঞ্জ, 11 এপ্রিল : কালিম্পঙের পর রায়গঞ্জে সভা করছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার আগে বক্তব্য রাখেন মুকুল রায়। শুরু থেকেই তিনি ইসলামপুর ইশুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন।

রায়গঞ্জের সভায় বক্তব্য রাখলেন অমিত শাহ-

  • কলকাতার সরকারের ট্রান্সফরমার জ্বলে গেছে। নতুন করে সেটা বানাতে হবে
  • বাংলাকে কাঙাল করেছে তৃণমূল
  • বাংলায় দুর্গাপুজো করতে হাইকোর্টে যেতে হয়
  • পাকিস্তান গুলি করলে এখান থেকে গোলা যাবে
  • আপনারা অনেকটা সময় কংগ্রেসকে দিয়েছেন, কমিউনিস্ট পার্টিকে দিয়েছেন তৃণমূলকেও দিয়েছেন। এবার BJP-কে দিয়ে দেখুন আমরা সোনার বাংলা বানিয়ে দেব
  • বাংলায় রবীন্দ্রসংগীত চাপা পড়ে গেছে বোমার শব্দে
  • যারা আমাদের ৪০ জন সেনাকে মেরে দিল তাদের বোনা না মেরে তাদের সাথে আলোচনায় বসব?
  • মমতাজি সব কিছুতে প্রমাণ চান। আজ দু'জায়গায় ভোট আপনাকে সব প্রমাণ মানুষ দেবে
  • বাংলায় দুর্গাপুজো হবে না তো কী পাকিস্তানে হবে ?
  • বাংলায় সব কারখানা বন্ধ হয়ে এখন শুধু বোমা বানানোর কারখানা চলে
  • বাংলায় চালু হবে NRC
  • সব বাঙালি শরণার্থীকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে
  • তৃণমূলের মানুষ স্লোগানে মানুষের বদলে জায়গা নিয়েছে গুন্ডারা
  • মা-মাটি-মানুষ থেকে মমতা শব্দটা চলে গেছে
  • জঙ্গলরাজ থেকে মুক্ত করতে হবে বাংলাকে
  • দেশে বিকাশের জন্যই মোদিকে চাইছে দেশ
  • কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল
  • যতোই অত্যাচার করুন মমতার বিদায় নিশ্চিত
  • বিকাশের জন্য মোদিকেই চাইছে দেশ
  • T-তুষ্টিকরণ,  M হল মাফিয়া আর C হচ্ছে চিট ফান্ড
  • গোটা দেশেই এখন মোদি স্লোগান
  • তৃণমূলের হাতে আক্রান্ত BJP
  • বাংলা থেকে 23টা আসন পাবে BJP
  • দেবশ্রীকে সাংসদ বানালে মোদিজি প্রধানমন্ত্রী হতে পারবেন
  • BJP জেতার পরই মমতার সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • জোর করে উর্দুতে পড়তে বাধ্য করেছে
  • বাংলায় বাংলা ভাষায় পড়াশোনা করা কী দোষের?
  • আমি আজ রায়গঞ্জের মানুষদের কাছে জিজ্ঞাসা করতে এসেছি নিহত রাজেশ আর তাপসের দোষ কী ছিল?
  • বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতেই হবে
  • রায়গঞ্জের যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমাদের লোক

মুকুল রায় বলেন-

  • কালীঘাটে মমতার নামে 35টি ফ্ল্যাট আছে (কাগজ দেখিয়ে বলেন)
  • মমতা শনি ও রবিবার প্রধানমন্ত্রী থাকবেন
  • ব্রিগেডে যারা এসেছিল, সবাই ভাবছে প্রধানমন্ত্রী হবেন
  • ব্রিগেড নামে সার্কাস করল
  • পাগলে এরকম স্বপ্ন দেখে
  • 42টা আসন পেলেও তা সম্ভব নয়
  • মমতা আশা করছেন প্রধানমন্ত্রী হবেন
  • আমি BJP-তে যোগ দিয়ে পাপস্খলন করেছি
  • দরকার বাংলা শিক্ষক, দিলেনস উর্দু শিক্ষক
  • গুলি চালিয়ে খুব ভালো কাজ করেছেন তিনি
  • তাপস, রাজেশের মা কাঁদছে আর SP মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে
Last Updated : Apr 11, 2019, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details