পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NBSTC: এনবিএসটিসি'র রায়গঞ্জ শাখায় বিনা ব্যবহারে পড়ে 50 লক্ষ টাকা মূল্যের অ্যাম্বুলেন্স - Raiganj Depot

মূল্য প্রায় 50 লক্ষ টাকা, কিন্তু ব্যবহার করা হয় না সেই অ্যাম্বুলেন্সের (Ambulance) ৷ এমনই অভিযোগ উঠেছে এনবিএসটিসি'র (NBSTC) রায়গঞ্জ ডিভিশনের বিরুদ্ধে ৷

NBSTC
NBSTC

By

Published : Nov 13, 2022, 1:51 PM IST

রায়গঞ্জ, 13 নভেম্বর: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (North Bengal State Transport Corporation) রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর ডিপো-সহ বেশকিছু জায়গায় কয়েকশো বাস চালক, কন্ডাকটর ও কর্মচারী কাজ করেন । কর্মচারীরা গুরুতর অসুস্থ হলে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে এবং বিভিন্ন পথ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে রাজ্য সরকার এনবিএসটিসি'র রায়গঞ্জ ডিভিশনের ডিপোতে (Raiganj Depot) একটি অত্যাধুনিক ট্রমা অ্যাম্বুলেন্স দেয় (Ambulance) ।

অভিযোগ, অ্যাম্বুলেন্স দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কেউই এই অ্যাম্বুলেন্সের পরিষেবা পাননি । অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে অত্যাধুনিক ট্রমা কেয়ারের প্রায় 50 লক্ষ টাকা (Ambulance worth 50 lakhs) মূল্যের অ্যাম্বুলেন্সটি । যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিভিশনের কর্মীদের মধ্যে ।

বিনা ব্যবহারে পড়ে 50 লক্ষ টাকা মূল্যের অ্যাম্বুলেন্স

সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী ভজন সাহা বলেন, "রায়গঞ্জ ডিভিশনে এই ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার পর সেটা ব্যবহার না করে ওয়ার্কশপে ফেলে রাখা হয়েছে । আমরা চাই অবিলম্বে এই অ্যাম্বুলেন্সটির যথাযথ ব্যবহার করা হোক । যাতে সাধারণ মানুষ থেকে সংস্থার কর্মীরা অ্যাম্বুলেন্সের পরিষেবা পায় ।"

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) কর্মচারী দিলীপ দাস বলেন, "যখন আমাদের ডিপোতে এই ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সটি আনা হল আমরা খুব খুশি হয়েছিলাম । কিন্তু আমরা কোনওদিনই এই পরিষেবা পাইনি । শুনেছি এখন এই অ্যাম্বুলেন্সটি কোচবিহার (Cooch Behar) হেড অফিসে নিয়ে যাওয়া হবে ৷ আমরা চাই অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি রায়গঞ্জ ডিপোতে রেখে মেরামত করে পরিষেবা দেওয়া হোক । এই বিষয় নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছি ।"

আরও পড়ুন:স্কুলের বেহাল দশা, আতঙ্কে দিন কাটছে পড়ুয়াদের

যদিও কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে চায়নি । এমনকী করণদিঘীর বিধায়ক (MLA) তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পালও এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ ।

ABOUT THE AUTHOR

...view details