রায়গঞ্জ, 16 অক্টোবর: মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । অভিযুক্ত প্রধান শিক্ষিকার স্বামীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । যদিও প্রধান শিক্ষিকা মিড ডে মিলের সামগ্রী চুরির অভিযোগ অস্বীকার করেন । ঘটনাটি ইটাহার থানার উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে । ইটাহার থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
শুক্রবার বিকালে প্রধান শিক্ষিকা যুথিকা রানি সরকার স্কুল খুলে মিড ডে মিলের চাল, ডাল, ছোলা এবং আলু তাঁর স্বামী বুড়া দাসকে দিয়ে বাইরে পাঠিয়ে দেন বলে অভিযোগ । অভিভাবকরা বিষয়টি বুড়াবাবুর কাছে জানতে চাইলে তিনি কোনও উত্তর না দিয়ে মোটরবাইক নিয়ে সেখান থেকে চলে যান । প্রধান শিক্ষিকার কাছে গ্রামবাসীরা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর নিজের আত্মীয়র বাচ্চারা স্কুলে আসেনি । তাদের জন্যই এই জিনিসপত্র পাঠানো হয়েছে ।