পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scholarship Embezzlement : অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা আত্মসাতের অভিযোগ - রায়গঞ্জ স্কলারশিপ

অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রীর হদিস মিলল ৷ অভিযোগ, মাহাতাবুদ্দিন নামে করণদিঘির এক ব্য়ক্তি নিজের নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বানিয়ে ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তাঁদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিয়েছেন (Allegations of embezzlement of scholarship money) ।

Raiganj Cast Certificates
করণদিঘিতে অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা আত্মসাতের অভিযোগ

By

Published : Apr 24, 2022, 3:04 PM IST

রায়গঞ্জ, 24 এপ্রিল: করণদিঘির অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রীর হদিস মিলল (Allegations of embezzlement of scholarship money)। অভিযোগ, করণদিঘির সাবধান এলাকার বাসিন্দা মাহাতাবুদ্দিন তার নিজের নামে বিভিন্ন ব্যাঙ্কে অ্য়াকাউন্ট বানিয়ে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তাদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিয়েছেন ।

অভিযোগ, তিনি এই কাজে একা নন ৷ এই চক্রে জড়িয়ে আছে তার তিন ভাই হায়াত আলি, হুমাউন কবির, সারজাহান আলি-সহ একাধিক ব্যক্তি । এই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই করণদিঘি থানার আইসি, বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে জেলাশাসকের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী । তাঁদের কথায়, অভিযুক্তেরা তৃণমূলের সঙ্গে যুক্ত বলেই পুলিশ-প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না । আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর ।

আরও পড়ুন :Scholarship Problem In Midnapore : স্কলারশিপের টাকা পেতে হিমশিম খাচ্ছে কলেজ ছাত্রীর পরিবার

তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল ওহাব আলি জানান, এরা তৃণমূলের কেউ নন । তাঁরা করণদিঘির আইসি ও বিডিওকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাবেন ৷

অন্যদিকে, বিজেপির কথায় দলটিই চলছে কাটমানির টাকায় । তার মধ্য়ে নবতম সংযোজন স্কলারশিপের টাকা হাতিয়ে নেওয়া । জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ সূত্রে খবর, বিষয়টি নিয়ে এরই মধ্য়ে তদন্ত শুরু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details