পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাড়িভিটে নিহত ছাত্রর পোস্টার ছেড়ার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধে - darivit case

দাড়িভিটে নিহত ছাত্রর ছবি দেওয়া পোস্টার ছেড়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির ভাইয়ের বিরুদ্ধে ৷ টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ এলাকাবাসীর ৷

darivit case
প্রতিবাদ

By

Published : Jan 20, 2020, 10:39 PM IST

ইসলামপুর, 20 জানুয়ারি : বেশ কিছুদিন শান্ত থাকার পর ফের সোমবার উত্তপ্ত হল ইসলামপুরের দাড়িভিট । তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কার্তিক বৈরাগীর ভাই নিহত ছাত্রের ছবিকে অসম্মান করেছে ৷ এই অভিযোগে পথ অবরোধ এলাকার বাসিন্দাদের ৷ অবরোধে শামিল দাড়িভিট স্কুলে গুলিতে নিহত ছাত্রের পরিবার । অভিযোগ, পোস্টারে লাথি মারার পাশাপাশি সেইগুলি ছিড়ে ফেলে তারা । এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ এলাকাবাসীদের । রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন মৃত তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ ।


তাঁর অভিযোগ, "রাস্তার পাশে লাগানো ছিল তাপসের ছবি দেওয়া পোস্টার ৷ আজ বেলা তিনটের সময় সেই পোস্টার ছিড়ে রাস্তায় ফেলে লাথি মারছিল দাড়িভিটের তৃণমূলের অঞ্চল সভাপতি কার্তিক বৈরাগীর ভাই দুলাল বৈরাগী ৷ আমি তার প্রতিবাদ করায় সে কোদাল দিয়ে আমাকে মারতে এগিয়ে আসে ৷" তিনি আরও বলেন, "যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আসবে, যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি ততদিন অবরোধ চলবে ৷ কাল স্কুল বন্ধ করব ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

প্রসঙ্গত, 2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র–পুলিশ সংঘর্ষ বাধে । ওই ঘটনায় গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুইজন ছাত্র মারা যায় ৷ পাশাপাশি একজন ছাত্র আহত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । স্থানীয় বাসিন্দারা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় । প্রায় 52 দিন বন্ধ থেকে স্কুলে পঠন পাঠন ।

ABOUT THE AUTHOR

...view details