রায়গঞ্জ , 2 মে : কেন্দ্র সরকারের দেওয়া চাল নিয়ে শাসকদলের নেতাকর্মীরা রাজনীতি করছে বলে অভিযোগ BJP-র । বিভিন্ন এলাকা থেকে বারবার চাল চুরির অভিযোগ উঠছে । এরই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা BJP-র নেতাকর্মীরা আজ প্রতীকী চালচোর , CBI আধিকারিক ও পুলিশ সেজে বিক্ষোভ প্রদর্শন করেন ।
শাসকদলের চাল চুরির অভিযোগে প্রতীকী বিক্ষোভ উত্তর দিনাজপুর জেলা BJP-র - BJP workers showing symbolic protest
কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল চুরির অভিযোগ উঠছে ৷ তারই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা BJP-র নেতাকর্মীরা আজ প্রতীকী চালচোর , CBI আধিকারিক ও পুলিশ সেজে বিক্ষোভ প্রদর্শন করেন ।
আজ দলীয় কার্যালয় থেকে BJP নেতাকর্মীরা ঘড়ি মোড় পর্যন্ত এভাবে বিক্ষোভ করেন । এই অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন , তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন্দ্র সরকারের দেওয়া চাল চুরি করছে । সেই কারণেই আজ আমরা প্রতীকী চালচোর , CBI ও পুলিশ সেজে বিক্ষোভ প্রদর্শন করেছি ।
প্রসঙ্গত , শনিবার দুপুরে রায়গঞ্জ শহরে ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগসূত্রে এই চাল চুরি হচ্ছে বলে অভিযোগ জেলা BJP-র ৷ তাই সেই অভিযোগের ভিত্তিতে জেলা BJP-র পক্ষ থেকে পথনাটিকার মাধ্যমে অভিনব এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় । BJP-র পক্ষ থেকে প্রতীকী এই পথনাটিকা শহরের কয়েকটি জায়গায় প্রদর্শিত হয় ৷