পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্ল্যাট তৈরির কাজে এসে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেসিবি চালকের বিরুদ্ধে - নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত জেসিবি চালক

Minor Girl Rape in Raiganj: নতুন আবাসন তৈরির কাজ করতে এসে নাবালিকা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত জেসিবি চালক ৷ তাকে গ্রেফতার না করা পর্যন্ত নতুন ফ্ল্যাট তৈরির কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ বাসিন্দারা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 10:54 PM IST

রায়গঞ্জ, 21 ডিসেম্বর: এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক গাড়ি চালকের বিরুদ্ধে । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানা এলাকায় । এই ঘটনায় কর্ণজোড়া ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর বাড়ির পাশে একটা নতুন ফ্ল্যাটের কাজ হচ্ছিল । সেখানে বহু শ্রমিক কাজ করত । সেখানেই জেসিবি চালানোর কাজ করত বিজয় বর্মন (নাম পরিবর্তিত) নামে এক যুবক ৷ তার বাড়ি রায়গঞ্জ থানা এলাকার একটি গ্রামে । বিজয় ওই ছাত্রীর কাছে জল চেয়েছিল । জল খাওয়ার পর ওই ছাত্রীকে তার মোবাইল নম্বরটি দেয় । চলতি মাসের 18 তারিখ সোমবার মেয়েটি ফোন করলে কথায় কথায় অজয় জানতে পারে তার বাড়ি ফাঁকা । ছাত্রীর মা তখন কাজে গিয়েছিল । সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই ছাত্রীকে তার বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ।

ধর্ষণের পর অজয় ওই ছাত্রীকে একটি ওষুধ দিয়ে সেটি খেতে বলে । এই ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । এই ঘটনায় অভিযুক্ত বিজয়ের বিরুদ্ধে কর্ণজোড়া ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্ধ হয়ে ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেয় । যতক্ষণ না অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করছে ততক্ষণ কাজ বন্ধ থাকবে বলে জানায় তারা । এই ঘটনায় নির্যাতিতার পরিবার এক সদস্য বলেন,"মেয়েটি প্রথমে কিছু জানায়নি । পরে তাকে জেরা করতেই বেরিয়ে আসে সব তথ্য । ফোনের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হয় । তার কঠোর শাস্তির দাবি করছি ।"

ABOUT THE AUTHOR

...view details