ইসলামপুর (উত্তর দিনাজপুর), 7 এপ্রিল:দুয়ারের সরকারের ক্যাম্পে গিয়ে হয়রানির স্বীকার গ্রামবাসী ৷ ফর্ম না-পেয়ে ক্য়াম্পের আসবাবপত্র ভাঙচুর চালায় গ্রামবাসীরা ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আকবর আলির নেতৃত্বে ভাঙচুর চালানো হয় ৷ ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অঞ্চল সভাপতি ৷ বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের ঘটনা ।
গত 1 এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প । সরকারি সুবিধা পেতে অসংখ্য মানুষ দুয়ারে সরকারে হাজির হয়েছিলেন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্যাম্প চালুর কিছুক্ষণের মধ্যেই আবেদনপত্র শেষ হয়ে যায় ৷ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্ম না-পেয়ে দূরদুরান্ত থেকে আসা গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন । দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করতেই তিনিও বৃহস্পতিবার দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত ছিলেন ৷ স্থানীয় বাসিন্দরা ফর্ম না-পেয়েই ক্ষোভপ্রকাশ করেন ৷ এরপরেই ক্যাম্পের মধ্যের আসবাবপত্র ফেলে দেওয়ার অভিযোগ আকবর আলির বিরুদ্ধে ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় ইসলামপুর থানার পুলিশ বাহিনী ।