পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chaos in Duare Sarkar Camp: দুয়ারে সরকারের ক্যাম্পে উত্তেজনা, ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি - ফর্ম না পেয়ে ক্য়াম্পের আসবাবপত্র ভাঙচুর

উত্তর দিনাজপুরে দুয়ারে সরকার ক্যাম্পে উত্তেজনা ৷ পর্যাপ্ত ফর্ম না-থাকার অভিযোগ গ্রামবাসীদের ৷ উত্তেজিত জনতা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর চালায় ৷ ঘটনার গ্রেফতার অঞ্চল সভাপতি ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 7, 2023, 2:16 PM IST

দুয়ারে সরকার ক্যাম্পে উত্তেজনা

ইসলামপুর (উত্তর দিনাজপুর), 7 এপ্রিল:দুয়ারের সরকারের ক্যাম্পে গিয়ে হয়রানির স্বীকার গ্রামবাসী ৷ ফর্ম না-পেয়ে ক্য়াম্পের আসবাবপত্র ভাঙচুর চালায় গ্রামবাসীরা ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আকবর আলির নেতৃত্বে ভাঙচুর চালানো হয় ৷ ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অঞ্চল সভাপতি ৷ বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের ঘটনা ।

গত 1 এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প । সরকারি সুবিধা পেতে অসংখ্য মানুষ দুয়ারে সরকারে হাজির হয়েছিলেন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্যাম্প চালুর কিছুক্ষণের মধ্যেই আবেদনপত্র শেষ হয়ে যায় ৷ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্ম না-পেয়ে দূরদুরান্ত থেকে আসা গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন । দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করতেই তিনিও বৃহস্পতিবার দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত ছিলেন ৷ স্থানীয় বাসিন্দরা ফর্ম না-পেয়েই ক্ষোভপ্রকাশ করেন ৷ এরপরেই ক্যাম্পের মধ্যের আসবাবপত্র ফেলে দেওয়ার অভিযোগ আকবর আলির বিরুদ্ধে ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় ইসলামপুর থানার পুলিশ বাহিনী ।

এই প্রসঙ্গেই আগডিমঠি খন্তি অঞ্চলের সরকারি আধিকারিক সাগরাম সোরেন জানান, ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম আছে । বিভাগের নামে কিছু সমস্যা থাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান ৷ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এই প্রসঙ্গেই বলেছেন, "দুয়ারে সরকারের কর্মীরা দেরি করে বা র্ফম পাওয়া যাচ্ছে না তার জন্য বিডিওকে জানানো উচিৎ ছিল । সরকারি জিনিসপত্র ভাঙচুর করব সেটা মেনে নেওয়া যায় না । সরকারি জিনিসপত্র নষ্ট করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷"

আরও পড়ুন: আজ থেকে চালু দুয়ারে সরকার কর্মসূচি, মিলবে বিধবা ভাতা-সহ চারটি নতুন পরিষেবা

অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন, দুয়ারে সরকারের কোনও কাজ হচ্ছে না । মানুষদের অন্ধকারে রাখছে এই সরকার । বেশিদিন সাধারণ মানুষদের টুপি পরানো যায় । মানুষ বুঝে গিয়েছে বলেই দুয়ারে সরকারের গিয়ে ভাঙচুর চালাচ্ছে । পাশাপাশি তিনি আরও বলেন, "দিদির দূত কর্মসূচিকে সাধারণ মানুষ ঝাঁটা দিয়ে তাড়িয়ে দিয়েছে ৷ তেমনই দুয়ারে সরকার কর্মসূচিকেও ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেবে ।"

ABOUT THE AUTHOR

...view details