পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of corruption against TMC খাতায় কলমে পুকুর খনন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে - Allegation of corruption against TMC

4টি পুকুরের খনন করে 21টির কাজ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত 2 নম্বর জগদীশপুর গ্রামপঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে (Allegation of corruption against TMC) । ক্ষুদ্ধ বাসিন্দারা গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে এমনই দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিডিওর দ্বারস্থ হয়েছেন ।

Allegation of corruption against TMC
Allegation of corruption against TMC

By

Published : Aug 13, 2022, 2:12 PM IST

রায়গঞ্জ, 13 অগস্ট: এ যেন গোটা পুকুর চুরি ! করা হয়েছে মাত্র 4টি পুকুরের খনন কাজ ৷ এদিকে খাতায় কলমে 21টি পুকুর খননের কাজ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত 2 নম্বর জগদীশপুর গ্রামপঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খাঁড়ি সড়িয়াবাদ গ্রামে ।

ক্ষুদ্ধ বাসিন্দারা গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে এমনই দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিডিওর দ্বারস্থ হয়েছেন । অভিযোগ জানানো হয়েছে জেলাশাসকের কাছেও । রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুর গ্রামপঞ্চায়েতের খাঁড়ি সড়িয়াবাদ সংসদে সরকারিভাবে 21টি পুকুর খননের কাজ দেখানো হলেও বাস্তব চিত্রটা একেবারেই উল্টো । গ্রামে দেখা গেল মাত্র 4টি পুকুর খনন করা হয়েছে । বাকি 17টি পুকুরের কোনও অস্তিত্বই নেই । অথচ 100 দিনের কাজের প্রকল্পে সরকারিভাবে 21টি পুকুর খনন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত 2 নম্বর জগদীশপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এবং খাঁড়ি সড়িয়াবাদ সংসদ সদস্য বলে অভিযোগ (Allegation of corruption against TMC in 100 days work at Raiganj) ।

খাতায় কলমে পুকুর খনন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন:স্কুল চত্বরেই বসে মদ ও জুয়ার আসর ! অবাক কাণ্ড চোপড়ায়

গ্রামের বাসিন্দা তইমুল হক ও রামাতুল্লা অভিযোগ করেন, খাঁড়ি সড়িয়াবাদ সংসদে মাত্র 4টি পুকুর খনন করা হয়েছে । যাঁদের জমিতে পুকুর খননের মাস্টার রোলে নাম দেখানো হয়েছে তাঁদের জমিতে কোনও পুকুরই খনন করা হয়নি । ভুয়ো মাস্টার রোল সরকারের কাছে জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের । খাঁড়ি সড়িয়াবাদ গ্রাম সংসদের সদস্য মহম্মদ আলাউদ্দিন গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,"তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে কিছু মানুষ ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details