রায়গঞ্জ, 2 আগষ্ট: সন্ধ্যা হলেই স্কুল চত্বরে বসে মদ ও জুয়ার আসর । প্রতিদিনের এই একই ঘটনায় চরম সমস্যায় পড়েছে স্কুলের শিক্ষকরা । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগছ এমএসকে স্কুলের (Miscreants are consuming alcohol and playing Gambling in the School Premises) ।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সন্ধ্যায় স্কুল চত্বরে মদ ও জুয়ার আসর বসে । এতে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ পাশাপাশি রোজ সকালে স্কুল খুলতে এসে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে কর্মীদের ৷ তাঁদের অভিযোগ, স্কুল চত্বরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। বাধ্য হয়ে প্রতিদিন সেগুলি পরিষ্কার করতে হচ্ছে স্কুলের কর্মীদের । একটি শিক্ষা কেন্দ্রে বারবার একই ঘটনা ঘটায় পড়ুয়াদের উপর তার কুপ্রভাব পড়বে বলেই মনে করছেন শিক্ষকরা ৷