পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabanna Abhijan on 10th March: কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে 10 মার্চ নবান্ন অভিযান শৈক্ষিক মহাসংঘের

আরএসএস এর ভাবধারায় অনুপ্রাণিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ডাকে নবান্ন অভিযান (Nabanna Abhijan on 10th March) ৷ আগামী 10 মার্চ কলেজ স্ট্রিট থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ৷

Nabanna Abhijan on 10th March ETV BHARAT
Nabanna Abhijan on 10th March

By

Published : Feb 22, 2023, 6:48 PM IST

10 মার্চ নবান্ন অভিযান অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 22 ফেব্রুয়ারি: আগামী 10 মার্চ নবান্ন অভিযানের ডাক দিল আরএসএস-এর ভাবধারায় অনুপ্রাণিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (Akhil Bharatiya Rashtriya Shaikshik Mahasangh) ৷ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা এবং নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করার দাবিতে এই কর্মসূচি ৷ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ তাদের আন্দোলনে বাধা দিলে পরিণাম আরও ভয়াবহ হবে ৷

রাজ্য সরকারি কর্মচারীদের 39 শতাংশ হারে বকেয়া ডিএ মেটানোর দাবি ক্রমশ জোরদার হচ্ছে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ না-দিয়ে, পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ৷ এরই মধ্যে 2023-24 রাজ্য বাজেটে 3 শতাংশ ডিএ বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার প্রতিবাদে রাজ্যজুড়ে দু'দিনের কর্মবিরতিতে নেমেছিল রাজ্য সরকারি কর্মচারীরা ৷ রাজ্য সরকার কড়া মনোভাব নিলেও, পিছপা হননি সরকারি কর্মচারীরা ৷

এবার সেই একই দাবিতে আগামী 10 মার্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ৷ সংগঠনের দাবি রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষে কেন্দ্রের 39 শতাংশ হারে বকেয়া ডিএ মেটাতে হবে ৷ সেইসঙ্গে কেন্দ্রের নয়া শিক্ষা নীতি চালুর দাবিতেও সরব হয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ৷ আরএসএস এর ভাবধারায় অনুপ্রাণিত এই সংগঠনের দাবি, দেশের সব রাজ্যের মতো এক শিক্ষানীতি পালন করতে হবে রাজ্যের তৃণমূল সরকারকে ৷

আরও পড়ুন:বিদ্যালয়ের ভেতরে কর্মবিরতির পোস্টার, শিক্ষকদেরও বিরতিতে লাটে পড়াশোনা

10 মার্চ কলেজ স্ট্রিটে জমায়েত করবে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সদস্যরা ৷ সেখান থেকে মিছিল করে নবান্নের উদ্দেশে মিছিল শুরু হবে ৷ এই মিছিলে সরকারি কর্মচারী সংগঠনগুলিকেও অংশ নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক ৷ পাশাপাশি, পুলিশ তাদের মিছিল আটকালে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details