পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদ্যোজাত ও প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ইসলামপুর মহকুমা হাসপাতালে - প্রসূতির মৃত্যু রায়গঞ্জে

সদ্যোজাতসহ এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে স্থানীয়রা ।

ছবি
ছবি

By

Published : May 11, 2020, 4:30 PM IST

রায়গঞ্জ, 11 মে : সদ্যোজাতসহ এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ । মৃতের নাম রঙিলা খাতুন । আজ ভোররাতে ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।



স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার মহব্বতপুরের বাসিন্দা ওই প্রসূতি । গতরাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । অভিযোগ, রঙিলাকে হাসপাতালে ভরতি করার পরেও কর্তব্যরত চিকিৎসকরা তাঁর চিকিৎসা করেননি । গভীর রাতে তিনি একটি মৃত সন্তানের জন্ম দেন । সদ্যোজাতর শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা । এরই মধ্যে তাঁরা খবর পান, রঙিলার অবস্থা আশঙ্কাজনক । এরপর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখেন, রঙিলাও মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এই ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন পরিবারের লোকজন । অতিরিক্ত রক্তক্ষরণে তাঁরে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে । অভিযোগ, স্থানীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতির সামাল দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details